লক্ষ্মীর ভান্ডারের থেকেও বড় প্রকল্প বাংলায়, মহিলারা প্রতিমাসে পাবেন ৩ হাজার টাকা

Published:

annapurna yojana
Follow

প্রীতি পোদ্দার, কালনা: ভোটের ময়দানে নিজেদের ক্ষমতাকে জাহির করে তুলতে প্রত্যেক রাজনৈতিক দল নানা পদক্ষেপ গ্রহণ করে। যেমন তৃণমূল তেমন বিজেপি। এদিকে সামনেই উপনির্বাচন। জোরদার চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এর মাঝেই বিজেপি মহিলাদের সুবিধার্থে তাঁদের জন্য এক বড় প্রকল্পের আয়োজন করল।

এর আগে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় সরকারের অন্নপূর্ণা যোজনার কথা তুলে ধরেছিলেন। তিনি জানিয়েছিলেন, যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে তাহলে প্রত্যেক মহিলার জন্য অন্নপূর্ণা যোজনা চালু করা হবে। যার ফলে মহিলাদের মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। আর এবার উপনির্বাচনের আগে ফের সেই প্রকল্পের কথা শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়।

দলীয় কর্মসূচিতে বিশেষ বার্তা সুকান্তর

তবে শুধু উপনির্বাচন নয়, আগামী ২০২৬-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটেরও প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের ভারতীয় জনতা পার্টি। আর সেই নির্বাচনের ক্ষমতায় বিজেপি এবার তুরুপের তাস হিসেবে তুলে ধরল অন্নপূর্ণা যোজনাকে। দলীয় কর্মীদের গতকাল অর্থাৎ সোমবার পূর্ব বর্ধমানের কালনায় কর্মী সম্মেলনে সুকান্ত মজুমদার পরামর্শ দিলেন, বাড়ি বাড়ি গিয়ে যেন মহিলাদের কাছে অন্নপূর্ণা যোজনার জোরদার প্রচার করা হয়। এবং রাজ্যে যদি অন্নপূর্ণা যোজনা চালু হয়, তাহলে মহিলারা প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাবেন। আর এতেই প্রশ্ন উঠছে তবে কি বিজেপি এবার তৃণমূলের পথেই হাঁটতে চলেছে।

তৃণমূলের দেখানো পথেই কি তবে হাঁটবে বিজেপি?

আসলে ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে লক্ষ্মীর ভান্ডার চালু করেছিলেন। যার মাধ্যমে প্রথমদিকে রাজ্যের প্রত্যেক মহিলাকে প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। তবে সেই টাকার পরিমাণ বেড়ে ১ হাজার টাকা করা হয়েছে। আর এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পই ২০২১, ২০২৪-এ বিধানসভা ও লোকসভা ভোটে বিরাট প্রভাব ফেলেছে। আর এর ফলস্বরূপ এই প্রকল্পের হাত ধরে ভোটবাক্সে শাসকদলের লক্ষ্মীলাভ হয়েছে। তাই এবার বিজেপি ক্ষমতায় আসার জন্য অন্নপূর্ণা যোজনাকে টার্গেট করেছে। যদিও এই অন্নপূর্ণা যোজনাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join