সুকান্ত নাকি শুভেন্দু! কে হবেন বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতি? প্রকাশ্যে নয়া চমক

Published on:

Sukanta Majumder

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েকটা মাস। বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে কোন রাজনৈতিক দল এগিয়ে আসবে তা নিয়ে এখনই শুরু হয়ে গিয়েছে নানা সমীক্ষা। গত শুক্রবার অর্থাৎ দোলের দিন ২৬ এর নির্বাচনী লড়াইয়ে নিজেদের বুথ সংগঠন শক্ত করতে রাজ্যের ২৫টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। তবে এর মধ্যে এখনও ১৮টি সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন বাকি রয়েছে। সঙ্গে বাকি নয়া রাজ্য সভাপতির নাম। যা নিয়ে বেশ জলঘোলা চলছে দলের অন্দরে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কী হবেন বিজেপির নয়া রাজ্য সভাপতি?

শুভেন্দু অধিকারী নাকি ফের সুকান্ত মজুমদার (Sukanta Majumder), কে হবে বিজেপির নয়া রাজ্য সভাপতি তা নিয়ে রাজ্য রাজনীতির অভ্যন্তরে চলছে অপার কৌতূহল। আসলে দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী, এক ব্যক্তি একাধিক পদে কখনই থাকতে পারেন না। আর তাতেই প্রশ্ন উঠছে তবে কি সুকান্ত মজুমদারের নাম বাদ পড়বে রাজ্যের নয়া রাজ্য সভাপতির তরফ থেকে। আর সেই জল্পনা আরও বেড়ে গেল ভাইরাল এক ছবির মাধ্যমে। গতকাল অর্থাৎ সোমবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাড়িতে বঙ্গ বিজেপির সব সাংসদদের একটি গেট টুগেদার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সুকান্ত মজুমদারকে একটি ফুলের তোড়া তুলে দিচ্ছেন।

কী বলছেন সুকান্ত মজুমদার?

আর এই ছবি সামনে আসতেই নতুন করে গুঞ্জন শুরু হয়েছে, যে ফের বিজেপির রাজ্য সভাপতি হতে চলেছেন সুকান্ত মজুমদার। আর হয়ত সেই কারণেই শুভেচ্ছা বার্তা স্বরূপ ফুলের তোড়া উপহার দিয়েছেন শুভেন্দু অধিকারী। এমনকি এই জল্পনাকে আরও উসকে দিয়েছেন খোদ সুকান্ত মজুমদার। তিনি বলেন, “রাজ্য সভাপতি কে হবেন, তা সম্পূর্ণ শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন’ আর রইল বাকি এই ফুলের তোড়া, আসলে এটি শুভেচ্ছার বার্তাও হতে পারে যেমন ঠিক তেমনই এটি ফেয়ারওয়েলেরও হতে পারে। আপনি কীভাবে দেখবেন, তার ওপর পুরোটা নির্ভর করছে।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ গুজবের জেরে উত্তপ্ত নাগপুর, কী নিয়ে ঘটনার সূত্রপাত? জানাল পুলিশ

তবে এই বৈঠকের বিষয়ে শুভেন্দু অধিকারী এখনও কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। স্বভাবতই, অনেকেই বিষয়টিকে দুয়ে দুয়ে চার করতে চাইছেন। এদিকে সম্প্রতি কয়েকটি জেলায় বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে। কোথাও কোথাও পোস্টারও পড়েছে। তাইতো বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কীভাবে সংগঠনকে বুথস্তর থেকে শক্তিশালী করে তোলা যাবে, তা নিয়েও আলোচনা হয়েছে। দলের বিক্ষুদ্ধদের কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়েও বৈঠকে করা হয়েছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group