রাজনীতি থেকে আয় নেই! কেন্দ্রীয় মন্ত্রীর পদ ছাড়তে চাইছেন কেরলের একমাত্র বিজেপি সাংসদ

Published:

Suresh Gopi Wants To Resign from Petroleum and Natural Gas and Tourism ministry
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজনীতি থেকে আয় হচ্ছে না, তাই মন্ত্রিত্ব ছাড়তে চান কেরলে বিজেপির একমাত্র সাংসদ ওরফে অভিনেতা, গায়ক ও প্রাকৃতিক গ্যাস এবং পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপি। NDTV-র প্রতিবেদন অনুযায়ী, কিছু বেশি আয়ের সন্ধানে ফের অভিনয় জগতেই ফিরতে চাইছেন সুরেশ (Suresh Gopi Wants To Resign)।

গোপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ ছেড়ে দিলে কে পাবনে সেই দায়িত্ব?

প্রতিবেদন অনুযায়ী, রবিবার কন্নুরের এক অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ স্পষ্ট জানিয়েছিলেন, তিনি আর মন্ত্রী থাকতে চান না। সেই পদ ছাড়তে চান। এর জন্য অবশ্য কম রোজগারের বিষয়টিকেই সামনে এনেছেন তিনি। কেরলের বিজেপি সাংসদ স্পষ্ট বলেন, ‘আমি আমার অভিনয় জগতে ফিরে যেতে চাই। ওটাই চালিয়ে যাব। আমাকে আরও উপার্জন করতে হব। এই মুহূর্তে আমার রোজগার সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।’

এদিন ওই অনুষ্ঠান থেকেই ত্রিসূরের সাংসদ আরও বলেন, ‘মন্ত্রী হওয়ার জন্য আমি আগে থেকে কোনও প্রার্থনা বা কাউকে অনুরোধ করিনি। নির্বাচনের ঠিক আগের দিনই সাংবাদিকদের আমি বলেছিলাম আমি মন্ত্রী হতে চাই না শুধুমাত্র সিনেমাতে অভিনয়টা চালিয়ে যেতে চাই।’

কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের এবং পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন সুরেশ। তবে প্রতিবার ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘এই দায়িত্বটা নেওয়ার কোনও ইচ্ছে ছিল না তাঁর। সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে সাংসদ করেছিল। দল যোগ্য মনে করে আমাকে মন্ত্রী করার প্রয়োজন বোধ করেছে।’

অবশ্যই পড়ুন: ম্যাচের শেষ বল করে দলকে জিতিয়ে পিচেই মৃত্যু বোলারের! মর্মান্তিক ঘটনা ভারতীয় ক্রিকেটে

মূলত অতিরিক্ত আয়ের কথা ভেবে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব ছাড়ার আগে বিকল্প মন্ত্রীর নাম জানিয়েছেন সুরেশ গোপি। তাঁর মতে, রাজ্যসভার নবনির্বাচিত সদস্য সি সদানন্দকে কেন্দ্রীয় মন্ত্রীর পদে বসানো উচিত। এ নিয়ে কার্যত আবেদনের সুরেই সুরেশ বলেন, ‘সি সদানন্দকে মন্ত্রী করা হোক।’ যদিও এ সংক্রান্ত বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি গোপির দল ভারতীয় জনতা পার্টি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join