‘ও আমার বোনের মতো’ রাজন্যাকে নিয়ে বললেন সজল, এবার কী ফুল বদল?

Published:

Santosh Mitra Square

প্রীতি পোদ্দার, কলকাতা: ষষ্ঠীর গোটা দিন জুড়েও বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকল বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার (Santosh Mitra Square)। পুলিশের সঙ্গে বেড়েই চলেছে বাকবিতণ্ডা। এই পরিস্থিতির মাঝে তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড হওয়া দুই সদস্য প্রান্তিক চক্রবর্তী ও রাজন্যা হালদার গতকাল সেই সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো দেখতে গেলেন। আর এই নিয়েই রাজনৈতিক মহলে ফের জোর গুঞ্জন শোনা যাচ্ছে। বারংবার একই প্রশ্ন ভেসে আসছে যে তবে কি এবার ফুল বদল হতে চলেছে প্রান্তিক এবং রাজন্যার!

সন্তোষ মিত্র স্কোয়ারে রাজন্যা ও প্রান্তিক!

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো নিয়ে এমনিতে প্রশাসনের সঙ্গে সজল ঘোষের টানাপোড়েন চলছে জোরকদমে। রোজই পুলিশের বিরুদ্ধে সরব হচ্ছেন তিনি। শুধু এবারই নয়, সজল ঘোষের পুজো বলে পরিচিত, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে গত কয়েক বছরই তরজা চরমে উঠেছে। এবারে তাদের থিম ‘অপারেশন সিঁদুর’। বিগত কয়েক বছর ধরেই সমসাময়িক বিষয়ই থিম হয়ে আসছে এখানকার পুজোর, যা বহু মানুষকে আকর্ষণ করছে। ষষ্ঠীর গোটা দিন জুড়েও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার। তার মধ্যেই এদিন সন্তোষ মিত্র স্কোয়ারে দেখা গেল রাজন্যা ও প্রান্তিককে।

কী বলছেন সজল ঘোষ?

বিগত বেশ কয়েক মাস ধরেই মাঝে মাঝে ‘বেসুরো’ হয়েছেন রাজন্যা। এই রাজন্যাকেই একসময় তৃণমূলের হাইকমান্ড সামনের সারিতে নিয়ে এসেছিল দলের। তবে আরজি করের সময় সিনেমা বিতর্কের জেরে সাসপেন্ড হন রাজন্যা এবং প্রান্তিক। এহেন রাজন্যার দলবদল নিয়ে বহুদিন ধরে জল্পনা চলছিল। আর সেক্ষেত্রে বিজেপির পুজোতে রাজন্যা ও প্রান্তিক কে আসতে দেখে সজল ঘোষ বললেন, “সব কিছুতে রাজনীতি খোঁজার কী আছে। রাজন্যা আমার বোনের মতো। আমরা কখনও টিভিতে লড়াই করেছি। কখনও আমাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সেটা থাকবে। এরকম আরও অনেকে আসেন। তোমরা দেখতে পাও না। রাজন্যা আগেও আসতেন।”

আরও পড়ুন: দুর্গাপুজোয় এবার নিজের গ্রামে ফিরছেন অনুব্রত! হাটসেরান্দিতে ডবল উৎসব

কী বলছেন রাজন্যা?

এদিন সকল ঘোষকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে, তাহলে তৃণমূলের নেতা-নেত্রীর পা পড়ল আপনার পাড়ার পুজোতে? সেক্ষেত্রে প্রশ্ন শুনেই তাঁর জবাব আসল, “ওকে আমি আর তৃণমূল ধরছি না। ও সত্যিকে সত্যি বলে। দেরিতে হলেও বলেছে।” এদিকে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো দেখতে যাওয়া নিয়ে রাজন্যা বলেন, ‘অপারেশন সিঁদুর আবেগঘন বিষয়। এখানে আগেও এসেছি।’ সঙ্গে রাজন্যা আরও বলেন, ‘পুজো নিয়ে রাজনীতি করা উচিত নয়।’ প্রান্তিকও রাজন্যার সুরে বলেন, ‘এর সঙ্গে রাজনীতি নেই। ৮০ শতাংশ পুজো প্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট রয়েছে। এখানে নরেন্দ্র মোদীর কাট আউট থাকলে দোষের কী। এখানে যাঁরা আসেন, তাঁরা সবাই কি বিজেপি?’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥