প্রীতি পোদ্দার, কলকাতা: সপ্তাহের প্রথমদিনে সকলেরই কর্মব্যস্ততা একটু বেশি থাকে। আর এই ব্যস্ততার মাঝেই এবার বোমাতঙ্ক ছড়ালো এলাকা জুড়ে। স্বয়ং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishekh Banerjee) বাড়ি থেকে মাত্র একশো মিটার দূরে পড়ে থাকা পেটি ঘিরে আতঙ্ক ছড়ায়। তড়িঘড়ি চলে আসে বম্ব স্কোয়াড।
ঘটনাটি কী?
পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল অর্থাৎ সোমবার দুপুর নাগাদ দেখতে পাওয়া যায়, হরিশ চ্যাটার্জী রোডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির একেবারে কাছেই রাস্তার পাশে পড়ে রয়েছে ২টি কাগজের পেটি। একটির উপর অন্য পেটি বসানো ছিল। ওভাবে কাগজের পেটি দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখে সন্দেহ বাড়ে স্থানীয় বাসিন্দাদের মনে। খোঁজখবর করেও ওই পেটি কার তা খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরেই ভবানীপুর থানায় খবর দেওয়া হয়।
উদ্ধার হয় প্রচুর পরিমাণে ওষুধের শিশি।
ভবানীপুর এলাকায় খবর পাওয়ার পর সেখান থেকে খবর যায় কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজারে। ওই পেটি দুটি বোম কিনা সেটা জানার জন্য লালবাজার থেকে পাঠানো হয় বম্ব স্কোয়াডকে। বম্ব স্কোয়াডের সদস্যরা তড়িঘড়ি করে এসে পৌঁছয় হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওই জায়গায়। যাবতীয় সাবধানতা অবলম্বন করে ওই পেটি দুটি খোলা হয়। কিন্তু তারপরই চক্ষু-চড়কগাছ হওয়ার জোগাড় হয় বম্ব স্কোয়াড কর্মীদের। পেটি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ওষুধের শিশি। কিন্তু সেগুলি কে বা কারা ওখানে রেখে গেল। ওই পেটির মালিক আসলে কে বা কারা, তার জন্য তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুনঃ উথাল পাথাল বঙ্গোপসাগর, সকাল সকাল ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা
এদিকে স্থানীয় বাসিন্দারা এলাকায় দুপুর দুপুর বম্ব স্কোয়াডের কর্মীদের ঘুরে বেড়াতে দেখে আতঙ্কে ভোগেন। তার উপর শাসকদলের হেভিওয়েট নেতার বাড়ির সামনে এমন পেটি পড়ে থাকা যে খুবই অস্বাভাবিক তাই নিয়ে বেশ শোরগোল পরে যায়। কিন্তু সেখান থেকে ওষুধের শিশি বের হওয়ায় খানিক স্বস্তি সকলে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে কে বা কারা এই পেটি ফেলে রেখে গেছে। আদেও কি এই ঘটনা ইচ্ছা করে ঘটানো হয়েছে নাকি সম্পূর্ণ অনিচ্ছাকৃত কোনো ঘটনা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |