‘বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা!’ চাঁপদানী, আমতলার প্রসঙ্গ টেনে সরকারকে নিশানা শুভেন্দুর

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনের বছর বিধানসভা নির্বাচন। হাতে এখনও অনেকটা সময় নাকি। তবুও এখন থেকেই ঘর গোছাতে নেমে পড়ল বাংলার সমস্ত রাজনৈতিক দল। আর এই আবহে এদিকে রাজ্যের পরিস্থিতি বেহাল দশা। কিছুদিন আগেই বাতিল হয়েছে ২৬ হাজার চাকরি যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি, আর তার উপর গোদের ওপর বিষ ফোঁড়া হয়ে এসেছে ওয়াকফ সংশোধনী বিল। চারিদিকে বিক্ষোভ কর্মসূচি, আন্দোলন লেগেই রয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফের বাংলাদেশের সঙ্গে রাজ্যের তুলনা শুভেন্দুর!

আর এই আন্দোলনের জেরে বারংবার স্থানীয় জনরোষের শিকার হচ্ছে রাজ্য পুলিশ। খবরের শিরোনামে উঠে আসছে তাঁদের আক্রান্ত হওয়ার ঘটনা। যার অন্যতম উদাহরণ হল মুর্শিদাবাদের জঙ্গিপুর। গতকাল হুগলির চাঁপদানীতে পুলিশের ওপর আক্রমণ করে এক গোষ্ঠী। অন্যদিকে একই দিনে আবার আমতলায় পুলিশ আক্রান্ত হয়। রাজ্যে এইভাবে আইনরক্ষককে আক্রমণ হতে দেখে এবার প্রশাসনিক ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর মুখে ফের শোনা গেল পশ্চিমবঙ্গে সঙ্গে বাংলাদেশের তুলনা।

সরকারের ব্যর্থতা নিয়ে তুলোধোনা শুভেন্দুর

এর আগে বাংলাদেশে যখন সংখ্যালঘু হিন্দুদের ওপর সেখানকার সংখ্যাগরিষ্ঠরা পাশবিক অত্যাচার চালাচ্ছিল সেই সময় শুভেন্দু অধিকারী বলেছিল কিছুদিন পর বাংলাদেশের পরিস্থিতি তৈরি হবে বাংলায়। আর এবার সেই প্রসঙ্গ ফের তিনি তুলে ধরলেন সংবাদ মাধ্যমে। এদিন সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘দুপুর আড়াইটের পর থেকেই রাজ্যে বেশিরভাগ জায়গায় জঙ্গিপুর কায়দায় হামলার ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদ থেকে শুরু করে হুগলি, আমতলা সব জায়গায় একই রকম ঘটনার সম্মুখীন হয়েছেন মানুষ। পুলিশও আক্রান্ত। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের ব্যর্থতা।’ তিনি প্রশাসনের কাছে প্রশ্ন তুলে ধরেন যে কেন হিন্দুদের মাটিতে এবং হিন্দুদের ভিটেতে বারবার হিন্দুদের আক্রমণ হতে হচ্ছে। এবং তিনি এও বলেন যে, পশ্চিমবঙ্গের অবস্থা বাংলাদেশের থেকেও খারাপ হয়ে গেছে। যার অন্যতম উদাহরণ হল চাঁপদানী, আমতলার ঘটনা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ উত্তপ্ত মুর্শিদাবাদ! ওয়াকফ হিংসা নিয়ে কড়া ভিডিও বার্তা রাজ্যপালের, নামল BSF

কয়েক দিন আগে অশান্তি ছড়িয়েছিল মালদার মোথাবাড়িতে। সেখানে দোকান, গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছিল। অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এইসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। সেই সময় এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং পরিস্থিতি চাক্ষুষ করতে মোথাবাড়ি যেতে চেয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু সেক্ষেত্রে পুলিশ বাঁধা দিলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। শেষে সেই মামলায় শুভেন্দুকে মোথাবাড়ি যেতে অনুমতি দেয় আদালত।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group