প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই বাংলায় ২৬ এর বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগেই রাজ্য জুড়ে শুরু হয়েছে SIR নিয়ে ঘোর সমালোচনা। শাসকদল তৃণমূল কংগ্রেস SIR নিয়ে বিরোধিতা করলেও বিজেপি SIR এর প্রতি আরও বেশি আগ্রহ দেখাচ্ছে। বিগত কয়েক মাস ধরে ভুয়ো ভোটার নিয়ে কম কটাক্ষ হচ্ছে না রাজ্যে। তার উপর বুথ লেভেল অফিসার নিয়োগ নিয়েও তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমতাবস্থায় SIR আবহে বারুইপুরের কাউন্সিলরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরলেন প্রকাশ্যে।
বারুইপুরের কাউন্সিলরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
রিপোর্ট অনুযায়ী, কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের নেতাদের ব্লক লেভেল অফিসার বা BLO হিসেবে নিয়োগ করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুলে ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তারপরেই সেই দাবিকে মান্যতা দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা সুর তুলেছিলেন। প্রকাশ্যে এনেছিলেন বেশ কয়েকটি প্রমাণও। আর এবার সরাসরি বিস্ফোরক অভিযোগ আনলেন বারুইপুরের কাউন্সিলরের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারী এদিন তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে, “ বারুইপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নমিতা সর্দার, যিনি কিনা তৃণমূলের বিধায়ক বিভাস সর্দারের স্ত্রী, তাঁর দুটি ভোটার আইডি আছে! যার মধ্যে একটি হল পশ্চিম বারুইপুরের এবং অপরটি হল কুলতলী। অর্থাৎ তিনি পৌরসভার কাউন্সিলর হয়ে পঞ্চায়েত এলাকার ভোটার।”
কী বলছেন শুভেন্দু অধিকারী?
বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী এদিন শাসক দল তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করে তাঁর পোস্টে অভিযোগ জানিয়েছেন যে, “ তৃণমূলের মত সমাজবিরোধী পার্টি যে কিনা গনতন্ত্র নিয়ে বড় বড় বক্তৃতা দেয়, সে আদতে নির্বাচন প্রক্রিয়াকে নিজের আয়ত্তে আনতে চাইছে। এই ভাবেই তৃণমূল রাজত্ব চালাচ্ছে গোটা বাংলায়। তাই শীঘ্রই এই অপরাধমূলক কাজ রুখতে নির্বাচন কমিশনকে এখনই পদক্ষেপ নিতে হবে। ডুপ্লিকেট এবং ভুয়ো আইডি বাতিল করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে FIR দায়ের করার অনুরোধ রইল। তৃণমূলের ভোটার জালিয়াতির কারখানা পশ্চিমবঙ্গে চলবে না।” আর এই পোস্ট প্রকাশ্যে আসতেই রীতিমত বিতর্কের ঝড় বয়ে যায় সমাজ মাধ্যমে।
আরও পড়ুন: SIR ঘোষণার পরেই দিনহাটায় বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
কিছু দিন আগে বুথ লেভল অফিসার বা BLO দের নিয়োগ নিয়েও সমালোচনা করেছিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ উঠেছিল যে উত্তর ২৪ পরগনায় ডায়মন্ড হারবার এলাকায়, এসি নম্বর ১৪৩, ব্লক লেভেল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আলাউদ্দিন মোল্লা নামে এক কর্মীকে। কিন্তু বিশেষ সূত্রে জানা গিয়েছে, সরিষা এলাকার তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন মহম্মদ আলাউদ্দিন মোল্লা। এমনকি তাঁর স্ত্রী লায়লা বিবি হলেন ডায়মন্ড হারবারের ২ নম্বর ব্লকের ইলেক্টেড মেম্বার। এদিকে তিনিও তৃণমূল কর্মী। তাই শুভেন্দু জাতীয় নির্বাচন কমিশনারকে এই ব্যাপারে নজরদারি করার অনুরোধ জানিয়েছিলেন।












