দিঘার জগন্নাথ মন্দির নিয়ে তুঙ্গে তরজা, ‘বুকের পাটা’ তুলে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

Published on:

digha jagannath mandir suvendu mamata

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো দিঘার জগন্নাথ মন্দির নিয়ে রাজ্যের শাসকদল এবং বিরোধীদলের মধ্যে বিতর্ক এক অন্য মাত্রা নিয়েছে। গতকাল অর্থাৎ মঙ্গলবার, বিধানসভায় নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রীতিমতো তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “জগন্নাথ ধাম নিয়ে কী বলেছেন বক ধার্মিকবাবু? খুব রাগ হচ্ছে, জ্বালা হচ্ছে? খুব কুচুটেপনা হচ্ছে, কচুরিপানায় যান। দিঘায় জগন্নাথ মন্দির ঘেরাওয়ের কথা বলছেন বক ধার্মিকবাবু। খুব হিংসা হচ্ছে। বুকের পাটা থাকলে আটকাবে। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি।” আর সেই মন্তব্যের জেরে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ছুঁড়ে দিলেন একাধিক চ্যালেঞ্জ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

আজ অর্থাৎ বুধবার, দুপুরে টুইটে মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লিখেছেন যে, “ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, গতকাল বিধানসভায় আপনি দিঘার জগন্নাথ ‘মন্দির’ নিয়ে আমাকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন ও আমার ‘বুকের পাটা’ সংক্রান্ত মন্তব্য করার ঔদ্ধত্য দেখিয়েছেন। যেহেতু আপনি দাবি করছেন যে, সনাতন ধর্মের অন্যতম পীঠস্থান পুরীর জগন্নাথ ধামের অনুকরণ করে ‘মন্দির’ নির্মাণ করছেন, দিঘায় তীর্থক্ষেত্র স্থাপন করার উদ্দেশ্যে, তাই আমি আপনাকে পাল্টা চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি আপনার ‘বুকের পাটা’ রয়েছে, তাহলে এই পরিবর্তনগুলি করে দেখান।”

শুভেন্দু অধিকারী তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্টে সেই পরিবর্তন গুলি তুলে ধরেন। তিনি জানিয়েছেন “ ১) আজই নির্দেশ দিন যে, সরকারী অর্থ ব্যয় করে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত সরকারি নথিতে ‘জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র’ শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছে, তা বদলে ‘শ্রীশ্রী জগন্নাথ মন্দির’ করে দেওয়া হোক।পাশাপাশি WBHIDCO এর টেন্ডার ও ওয়ার্ক অর্ডারের নথি, যা আমি সংযুক্ত করেছি, সেখানে যেন এই পরিবর্তন লক্ষ্য করা যায়।” শুধু তাই নয় এছাড়াও আরও একটি বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। আর সেটি হল পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ সংক্রান্ত তথ্য।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ বন্ধ করে দেওয়া হল ডিম, চিকেন আমদানি! বার্ড ফ্লু নিয়ে কড়া নজরদারি কলকাতা পুরসভার

মন্দিরে প্রবেশাধিকার নিয়ে কটাক্ষ

এদিন শুভেন্দু অধিকারী তাঁর পোস্টে মুখ্যমন্ত্রীকে আরও একটি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন যে, “পুরীর শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে হিন্দু ব্যতীত আর কোনও অন্য ধর্মাবলম্বী মানুষজনের প্রবেশাধিকার নেই। মন্দিরের সিংহদ্বারের কাছে পাথরের ফলকে পাঁচটি ভাষায় অর্থাৎ হিন্দি, ওড়িয়া, বাংলা, ইংরেজি এবং উর্দু ভাষায় স্পষ্ট ভাবে প্রবেশ সংক্রান্ত নির্দেশনাবলী লেখা রয়েছে। তাহলে আপনিও উৎকলের শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ ধামের মতোই দিঘাতেও ‘মন্দিরের’ প্রধান দ্বারের পাশে ফলক লাগানো থাকবে যে “হিন্দু ব্যতীত অন্য কোনও ধর্মাবলম্বী মানুষজনের প্রবেশাধিকার নিষেধ। চ্যালেঞ্জ গ্রহণ করুন ও এই দুটি কাজ করে দেখান, তবেই বুঝব যে আপনার “বুকের পাটা” আছে এবং চাপে পড়ে ‘বক ধার্মিক’ সাজছেন না।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group