প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগেই বিহারের মত বাংলাতেও হতে চলেছে SIR বা ভোটার তালিকার বিশেষ নির্বাচন। আর সেই নিয়ে রাজনৈতিক বিতর্ক যেন চরম আকার ধারণ করেছে। SIR নিয়েও বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও হুঁশিয়ারি দিয়ে বসলেন মমতা। আর সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার দাবী তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
ভোটার নিয়ে মমতার হুশিয়ারি
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকের ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠক থেকেই সরাসরি টার্গেট করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে। তাঁর বক্তব্য, “রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ৷ আমি এখনই সব বলছি না, সময় এলে বলব ৷ কিন্তু আশা করি, তিনি নিজের সীমা অতিক্রম করবেন না ৷ তিনি অনেক অফিসারকে হুমকি দিচ্ছেন ৷” আর এই বিস্ফোরক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কয়েক ঘণ্টার মধ্যেই মমতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কী বলছেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SIR এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করায় এক্স হ্যান্ডেলে গতকাল অর্থাৎ শুক্রবার একটি দীর্ঘ পোস্ট করেন শুভেন্দু অধিকারী। সেখানে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তিনি অনুরোধ জানিয়ে বলেন, ” রাজ্যের সচিবালয় আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে হুমকি দিয়েছেন। ভয় দেখানোর চেষ্টা করেছেন। মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি ৷ তাঁকে এভাবে ব্ল্যাকমেল করে মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক প্রক্রিয়ার পবিত্রতা নষ্ট করতে চাইছেন। তাই গণতান্ত্রিক ব্যবস্থার পবিত্রতা বজায় রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। তিনি কখনোই আইনের ঊর্ধ্বে নন।'”
It is with grave concern and utmost urgency that I draw the attention of the Respected Chief Election Commissioner of India, to the blatant and audacious threats made by West Bengal Chief Minister Mamata Banerjee against the Chief Electoral Officer (CEO) of West Bengal, who is a… pic.twitter.com/BMvDJo9wLv
— Suvendu Adhikari (@SuvenduWB) October 9, 2025
আরও পড়ুন: ‘কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না!’ মমতার আক্রমণের পর SIR নিয়ে আশ্বাস কমিশনের
কড়া পদক্ষেপের দাবি শুভেন্দুর
অন্যদিকে শুভেন্দু অধিকারী এদিন তাঁর এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জুলাই মাসের একটি বৈঠকের ক্লিপও তুলে ধরেন। তাঁর দাবি, ২৮ জুলাই বোলপুরে আয়োজিত এক প্রশাসনিক সভা থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় বিএলও-দের হুমকি দিয়েছিলেন । বলেছিলেন, বাংলার ভোটার তালিকা থেকে একজনের নাম বাদ গেলেও কাউকে ছাড়বেন না। শুধু তাই নয় মমতা এও বলেছিলেন, “ভোট মিটে গেলে নির্বাচন কমিশনের আর কোনও ক্ষমতা থাকবে না । তখন এই কর্মীদের আমার অধীনেই চাকরি করতে হবে । অতএব সরকারি কর্মীরা যেন এ কথা ভুলে না যান।” তাই আগামিদিনে যাতে এমন কোনও ঘটনা না ঘটে তাই তাঁর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে দাবি করেন শুভেন্দু।