প্রীতি পোদ্দার, নন্দীগ্রাম: কিছুদিন আগেই উত্তরবঙ্গে হামলার মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। যা নিয়ে রাজনৈতিক অন্দরে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই বিতর্কের মাঝেই কালী পুজোর উদ্বোধন করতে গিয়ে রায়দিঘি ও পাথরপ্রতিমা যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েছিলেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই রায়দিঘী-সহ হামলার এলাকাগুলির সংশ্লিষ্ট থানাগুলিতে একাধিক অভিযোগ দায়ের করেছেন শুভেন্দুর আইনজীবী। পুলিশ, প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ, অভিযোগ করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। এমতাবস্থায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়েও বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি।
SIR নিয়ে স্পষ্ট মতামত শুভেন্দুর
ইতিমধ্যেই বাংলায় SIR নিয়ে শাসকদলের নেতারা নানা ধরনের হুঁশিয়ারি মূলক বার্তা দিয়ে চলেছেন। বাদ যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারীও। স্থানীয় রিপোর্ট অনুযায়ী গতকাল অর্থাৎ সোমবার, পূর্ব মেদিনীপুরে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানকার একাধিক জায়গায় কালীপুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন। কথা বলেছিলেন দলীয় কর্মীদের সঙ্গে। আর তখনই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন শুভেন্দু। প্রশ্ন তোলা হয় SIR নিয়ে। তিনি স্পষ্ট বলেন, “এসআইআরের বিষয়টি নির্বাচন কমিশন বুঝে নেবে। আমাদের দায়িত্ব নজরদারি, চৌকিদারি করা।”
অনুপ্রবেশকারীদের নিয়ে ক্ষোভ শুভেন্দুর
এদিন নিজের বিধানসভা কেন্দ্রে কালীপুজো উদ্বোধনের মাঝেই শুভেন্দু অধিকারী বাংলাদেশী অনুপ্রবেশকারীদেরকে নিয়েও সরব হয়েছেন। এমনকি নন্দীগ্রামেও বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছেন বলে মন্তব্য করেন। শুভেন্দু বলেন, “আমরা তো ভারতীয় মুসলিমদের নিয়ে বলছি না। নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশে থেকে মেয়েদের পটিয়ে নিয়ে এসে এখানে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে করে রেখেছে। এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে। ভারতীয়দের সম্পদ দখল করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। নন্দীগ্রাম বাংলাদেশ সীমান্ত নয়। তারপরও এখানে ঢুকিয়েছে। এটা কতটা বিপজ্জনক বুঝতে পারছেন? বিদেশি লোকেদের ভোটে কেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন? বিদেশি লোকেদের ভোটে কেন মোদিজি প্রধানমন্ত্রী হবেন? ভারতীয়রা করবে। লড়াইটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের।”
আরও পড়ুন: কালীপুজোর নামে খাস কলকাতায় দেদার চাঁদার জুলুমবাজি! মাথা ফাটিয়ে দেওয়া হল মৃৎশিল্পীর
পাল্টা খোঁচা জয়প্রকাশ মজুমদারের
এদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যকে কটাক্ষ করআর ছাড়েননি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী বেশ কিছুদিন ধরে এইসব এলোমেলো কথা বলছেন। পক্ষান্তরে তিনি কেন্দ্রীয় সরকারকেই গালাগালি দিচ্ছেন। তার কারণ, বাংলাদেশ থেকে আসা মানে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে আসা। আর সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের নয়। সেই দায়িত্ব অমিত শাহের মন্ত্রকের। তাহলে সেই মন্ত্রক ব্যর্থ।” তবে এখনো পর্যন্ত এর কোন পাল্টা প্রতিক্রিয়া দেন নি শুভেন্দু অধিকারী।