রায়দিঘিতে শুভেন্দুর কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ, উঠল জয় বাংলা স্লোগান

Published:

Suvendu Adhikari Faces huge demonstration by local people at Mandirbazar
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Faces Demonstration)। জানা যাচ্ছে, রবিবার সকালে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর যাওয়ার পথে বিজেপি নেতার কনভয় ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। আর তাতেই ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জানা গিয়েছে, বড় দাবি নিয়ে শুভেন্দুর গাড়ি আটকে ছিলেন বিক্ষোভকারী।

কেন শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের?

সূত্রের খবর, রবিবার দক্ষিণ 24 পরগনা জেলার মন্দিরবাজার এলাকা থেকে বেরোচ্ছিল শুভেন্দু অধিকারীর কনভয়। ঠিক সেই সময়ে রাস্তার মাঝে বিজেপি নেতার গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, হাতে প্ল্যাকার্ড নিয়ে এক বিশেষ দাবিতে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘেরাও করেছিলেন তাঁরা।

খোঁজ নিয়ে জানা গেল, এদিন কেন্দ্রের তরফে আটকে রাখ 100 দিনের কাজের বকেয়া অর্থ মেটানোর দাবি নিয়েই শুভেন্দুর গাড়ি-ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়দের একটা বড় অংশ। শুভেন্দুর গাড়ি আটকে তাঁরা বিরোধী দলনেতার কাছ থেকে জানতে চান, ‘কেন কেন্দ্রীয় সরকার আমাদের 100 দিনের টাকা আটকে রেখেছে। যত দ্রুত সম্ভব সেই বকেয়া অর্থ মেটানো হোক।’

অবশ্যই পড়ুন: সহযোগিতা করেননি লাল-হলুদ কর্তারা, নিজের মুখে জয় ইস্টবেঙ্গল বলবেন না মেসি!

বিক্ষোভকারীদের রোষের মুখে পড়ে পাল্টা তাঁদের উপর চোটপাট করার অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, বিক্ষোভকারীরা কেন্দ্রের 100 দিনের কাজের বকেয়া টাকা মেটানোর দাবি জানালে পাল্টা তাঁদের নাকি হুঁশিয়ারি দেন শুভেন্দু। শুভেন্দুর দাবি, এগুলো সাধারণ মানুষ নন। এরা তৃণমূলের ক্যাডার। এমনকি তাঁদের ‘জয় বাংলা’ বলতেও শোনা গিয়েছে। এরপর আরও জটিল হয়ে যায় পরিস্থিতি। যদিও পরবর্তীতে পুলিশের সহযোগিতায় অপ্রীতিকর ঘটনা এড়ানো গিয়েছে। আপাতত যা খবর, বিক্ষোভ পেরিয়ে ইতিমধ্যেই গন্তব্যে পৌঁছেছেন বিজেপি নেতা।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join