ছ্যাকা খেয়ে ছিঃ ছিঃ ছিঃ রে ননী গাইছেন শুভেন্দু অধিকারী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Published on:

Chhi Chhi Chhi Re Nani suvendu adhikari

শ্বেতা মিত্র, কলকাতা: ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব খুললে এখন একটাই গান দেখা যাচ্ছে। আর সেটা হল ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’ (Chhi Chhi Chhi Re Nani)। এই কোরাপুটি গান ২০২৫ সালের এখনো অবধি অন্যতম ভাইরাল গান হয়ে উঠেছে। এই গান দিয়ে মিম, রিলের ছড়াছাড়ি চারপাশে। হাসির ভিডিও, কান্নার ভিডিও, মজার ভিডিও, কোথায় ব্যবহার হচ্ছে না সেই গান! তবে এবার এই গানে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাকে এই গানে গলা মেলাতে অবধি দেখা গেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বর্তমানে সে ভিডিও সামাজিক মাধ্যমের বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে। এই ভিডিও দেখে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গেছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ গানে শুভেন্দু অধিকারী!

আসলে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার আইটি সেলের সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস নিজের ফেসবুক ওয়ালে একটি ভিডিওটি শেয়ার করেছেন। সেই ভিডিওটি হল ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ/ ধনকে চিনলি তুই ননী সিনা/ মনকে চিনলি নাই/ সুনাকে চিনলি, মনাকে চিনলি/ মানুষ চিনলি নাই/ ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’। আর এই গানেই কিনা দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। সাদা জামা পরে গানে গলা দিচ্ছেন। আসলে এই ভিডিওটিকে এডিট করে শুভেন্দু অধিকারীকে বসানো হয়েছে।

যাইহোক, সত্যিই কি তাহলে এই গানে শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে? সেই নিয়ে উঠছে প্রশ্ন। উত্তর হল না। ভিডিওটি ভালোভাবে দেখলে বোঝাই যাবে সেটি এডিট করা। এদিকে এহেন ভিডিও দেখে হাসির রোল উঠেছে। একজন লিখেছেন, এটা আবার কে বানালি। অন্য একজন নেটাগরিক নীলাঞ্জন দাসকে উদ্দেশ্য করে বলেন, ‘দাদা আপনি পারেন কিন্তু।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

২০২৫-এর প্রথম ভাইরাল গান ছিঃ ছিঃ রে ননী ছিঃ

আসলে এটি একটি ওড়িয়া ভাষার গান। এই গানটি আদতে ৬ বছর আগে রিলিজ করেছিল। গানটিতে গলা দিয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী সত্য অধিকারী। এখন নিশ্চয়ই ভাবছেন যে এত বছর পর গানটি ফের কেন বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে? তাহলে জানিয়ে রাখি, এই বিখ্যাত ওড়িয়া গানের একটি অংশ খুব ভাইরাল হয়েছে। এই নিয়ে অনেক মিম তৈরী হয়েছে, সেইসঙ্গে গানটির ক্লিপ যেখানে ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী’ অংশটি রয়েছে সেটি নিয়ে শুরু হয়েছে যত আলোচনা।

বাংলায় অনুবাদ করলে জানা যায়, এর অর্থ হল ‘তুই শুধু টাকা-পয়সা, সোনা-দানাই চিনলি, মানুষ চিনলি না । যার টাকা পয়সা আছে তার মন নাই, আজ আমার টাকা-পয়সা নেই বলে তুই আমাকে ছেড়ে দিলি। আমার মনকে দেখলি না ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ ছিঃ ছিঃ।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group