‘আমার পাড়া, তৃণমূল তাড়া’, নতুন স্লোগান শুভেন্দুর! মুসলিমদের দিলেন বড় বার্তা

Published:

Suvendu Adhikari New Slogan Against TMC He made Big statement for Indian Muslims
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের রাজ্যের শাসকদলকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবার একেবারে ভিন্ন স্লোগান নিয়ে হাজির বিরোধী দলনেতা। সদ্য, পুলিশের অনুমতি না মেলায় কার্যত জোর করেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়ামের সংকল্প সভায় হাজির হয়েছিলেন শুভেন্দু। আর সেখান থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলা ধর্ষণ সহ অন্যান্য একাধিক বিষয় নিয়ে তৃণমূল সরকারকে তীরবিদ্ধ করলেন তিনি! খোঁচা দিলেন, আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্প নিয়েও (Suvendu Adhikari New Slogan)।

তৃণমূলকে নিয়ে নতুন স্লোগান বানালেন শুভেন্দু

গঙ্গারামপুর স্টেডিয়ামের সভায় শুভেন্দু অধিকারীর আগে বক্তব্য রেখেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তারপর পরই বক্তব্য রাখতে গিয়ে প্রথমে ভারতীয় মুসলিমদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, ‘দেশের মুসলিমদের নিয়ে আমার কোনও সমস্যা নেই। তবে আমি বক্তৃতা করতে গেলেই আপনারা ভেবে নেন, এ বোধহয় আমাদের বিরুদ্ধেই কিছু বলবে। সবচেয়ে অস্বস্তিতে পড়েন আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা।’

এদিন শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘আমি মুসলিম ভোট চাই না, এমনটা কখনই বলিনি! কিন্তু আমি আপনাদের পাড়াতে বক্তৃতা করতে এলেই আপনারা বলেন, এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে। এ তো হিন্দুদের পার্টি এসেছে। এদেরকে ঢুকতে দেওয়া যাবে না। ভোট দিতে দেব না। এটাই আসল সমস্যা।’ এদিন ভারতীয় মুসলিমদের নিয়ে কথা বলতে বলতেই রাজ্যের শাসকদলকে নিশানা করেন শুভেন্দু। বিজেপির বিরোধী দলনেতা বলে বসেন, ‘পশ্চিমবঙ্গে যাদের সামনে অন্যায় হচ্ছে, যাদেরকে সামনে রেখে আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। আমার মনে হয় এরা ভারতীয় মুসলিম নয়। এরা বাংলাদেশী মুসলমান ও রোহিঙ্গা। কাঁটাতার পেরিয়ে এরা আমাদের ভারতে ঢুকে গেছে।’

এর আগে বেশ কয়েকবার বাংলাদেশের রোহিঙ্গা মুসলমানদের নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে। সেই প্রসঙ্গেই বারবার শাসক দলকে নিশানা করে আসছেন তিনি। এদিনও সেই একই প্রসঙ্গ উঠলো শুভেন্দুর গলাতে। সেই সাথে দক্ষিণ দিনাজপুরের জনবিন্যাস বদলে দেওয়ারও অভিযোগ করেন অধিকারী। তাঁর মতে, ‘অনুপ্রবেশকারীদের জন্যই দক্ষিণ দিনাজপুর সহ গোটা বাংলার জনবিন্যাস বদলে যাচ্ছে!’

অবশ্যই পড়ুন: ক্ষতি হবে না ঝড়েও! রাম মন্দিরের চূড়ায় ২২ ফুটের গৌরবর্ণ ধ্বজ উত্তোলন করবেন মোদী

এদিন রোহিঙ্গা মুসলিমদের নিয়ে কথা বলতে বলতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলা ধর্ষণ সহ অন্যান্য অমানবিক ঘটনা নিয়ে মুখ খোলেন শাসক বিরোধী বিজেপি নেতা। শুভেন্দুর দাবি, ‘এই সরকার থাকলে পশ্চিমবঙ্গটা শেষ হয়ে যাবে! ভাই এদেরকে উপড়ে ফেলে দিতে হবে।’ সবশেষে সকলের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিতে গিয়ে শুভেন্দু বলেন, ‘ছাব্বিশে বিজেপি ক্ষমতায় এলে দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজের শিলান্যাশ হবে।’ এদিন এমন কথাতেই রাজ্য সরকারকে ফের আক্রমণ করেন বিরোধী দলনেতা। একেবারে নতুন স্লোগান তুলে রাজ্য সরকারের আমাদের পাড়া, আমাদের সমাধান নিয়ে কটাক্ষ করে বলেন, ‘আমার পাড়া, তৃণমূল তাড়া।’ শুভেন্দুর এমন কটাক্ষ যে বঙ্গ রাজনীতিতে নতুন করে তরজার জন্ম দিয়েছে সে কথা বলাই যায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join