সৌভিক মুখার্জী, কলকাতা: গত বছরের আরজি করের কাণ্ডের পর এবার ফের আবার দুর্গাপুরের (Durgapur Rape Case) বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করেছে। আর এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিও পোস্ট করে অভিযুক্তদের চেনালেন।
ঘটনাটি কী?
ঘটনাটি শুক্রবারের। দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া রাত ন’টা নাগাদ কলেজ ক্যাম্পাসের বাইরে এক সহপাঠী ছাত্রের সঙ্গে খাবার খেতে বেরিয়েছিল। জানা যায়, ওই পড়ুয়া উড়িষ্যার বাসিন্দা। তবে বাইরে বেরোতেই পাঁচ যুবক তাদেরকে পথ আটকায়। এরপর ওই তরুণীকে হাসপাতালের পিছনে এজ জঙ্গলে নিয়ে গিয়ে তাঁরা গণধর্ষণ করে।
ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে আর তদন্ত শুরু করে। ছাত্রীটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁকে মেডিকেল তত্ত্বাবধানে রাখা হয়েছে। এদিকে পুলিশ মেডিকেল কলেজের কর্মী আর ছাত্রীর সঙ্গে আসা ওই পুরুষ বন্ধুসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করছে। পাশাপাশি তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। উল্লেখ্য, ইতিমধ্যেই পুলিশের তৎপরতায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আর ড্রোন উড়িয়ে বাকি দুই অভিযুক্তকেও গ্রেফতার করার চেষ্টা চলছে।
আরও পড়ুনঃ দীর্ঘ ৬ বছর পর সুপ্রিম কোর্টে রাজীব কুমার মামলা, আগামীকালই হবে শুনানি
অভিযুক্তদের চেনালেন শুভেন্দু অধিকারী
এদিকে আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া গণধর্ষণে ইতিমধ্যে তিনজন গ্রেপ্তার হয়েছে। অভিযুক্তদের নাম শেখ নাসিম উদ্দিন, শেখ রিয়াজ উদ্দিন, শেখ ফেরদৌস এবং শেখ শফিকুল। প্রত্যেকেরই বাড়ি বিজড়া গ্রাম। এদের উৎপাত এবং অপরাধমূলক কাজবাজ করার প্রবণতা দিনের পর দিন বাড়ছে। তবে মূল অভিযুক্ত শেখ নাসিম উদ্দিন এখনও পর্যন্ত অধরা।
দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযুক্তদের পরিচয় দেখে নিন:-
▪️শেখ নাসিম উদ্দিন
▪️শেখ রিয়াজ উদ্দিন
▪️শেখ ফেরদৌস
▪️শেখ সফিকুল
প্রত্যেকের বাড়ি বিজড়া গ্রামে।মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কথায় এদের ‘লাথি খাওয়া’ নিয়ে আপত্তি করা উচিত নয় !!!… pic.twitter.com/gVs5JDLfcu
— Suvendu Adhikari (@SuvenduWB) October 12, 2025