‘চরণামৃত মুখে নিয়ে মায়ের দিকে ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী!’ মমতার ভিডিও পোস্ট শুভেন্দুর

Published:

mamata banerjee in kalighat suvendu adhikari slam cm
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: গতকাল নবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে সোজা চলে যান মন্দিরের ভিতরে। সেখানকার গর্ভগৃহে পুরোহিতদের উপস্থিতিতে পুজো দেন। পাশাপাশি সন্ধ্যা আরতিতেও যোগ দেন তিনি। পুরোহিতেরা যখন আরতি করেন, তখন পাশে দাঁড়িয়ে কাঁসর বাজান মুখ্যমন্ত্রী। তাঁর কপালে ছুঁইয়ে দেওয়া হয় আশীর্বাদের ফুল। উল্লেখ্য, প্রায়সময়ই কালীঘাটের মন্দিরে পুজো দিতে আসেন তিনি। তবে এবার মুখ্যমন্ত্রীর পুজোর নিয়ম নিয়ে বড় কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

‘মায়ের পুজো নিয়ে অনাচার মমতার!’

আজ সকালে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে পুজো দেওয়ার নিয়মাবলী নিয়ে এক বিস্ফোরক ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কালীঘাটের পুরোহিত মায়ের চরণামৃত দিচ্ছিলেন। আর সেই চরণামৃত মুখে দিয়ে অবশিষ্টাংশ মায়ের দিকে ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তাই নিয়েই একাধিক কটাক্ষ উঠে আসে। ভিডিওটি পোস্ট করার মধ্যেই শুভেন্দু লেখেন যে, “ কালীঘাট মন্দিরের গর্ভগৃহে পুরোহিত আপনাকে মা দক্ষিণা কালীর চরণামৃত আপনি মাথায় ছোঁয়ালেন, মুখেও গ্রহণ করলেন, দিয়ে সেটাই আবার মা’এর দিকে ছুঁড়ে দিলেন? এটা অনাচার।”

বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

ভাইরাল ভিডিওর ভিত্তিতে শুভেন্দু অধিকারী শাসকদলকে আরও কটাক্ষ করে জানিয়েছেন যে, “মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূলের নেতৃত্ব তাদের ৩০ শতাংশ ভোটব্যাঙ্ককে সুরক্ষিত করতে অত্যন্ত সচেতন ভাবেই বারবার হিন্দুদের বিশ্বাস ও আস্থায় আঘাত দিয়ে চলেছেন। আমাদের আরাধ্য দেবদেবীকেও এনারা ছাড়ছেন না। এর আগে ওনারই দলের এক সাংসদ মা কালী সম্পর্কে কটুক্তি করেছিলেন। কালীঘাট মন্দিরে পুজিতা মা দক্ষিণা কালী অত্যন্ত জাগ্রত বলেই আমাদের বিশ্বাস, নিশ্চিত ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাপাধ্যায় আপনাকে এর ফল ভোগ করতেই হবে।” যদিও এই কটাক্ষের ভিত্তিতে কোনও প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের তরফে।

আরও পড়ুন: ফেসবুকে আলাপ থেকে প্রেম! দুই সন্তান, স্বামীকে ছেড়ে প্রেমিকের দুয়ারে ধর্নায় ধূপগুড়ির গৃহবধূ

প্রসঙ্গত, কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কলকাতায় এসেছিলেন। সেখানে সন্তোষমিত্র স্কোয়ার ও আরও একটি দুর্গা মণ্ডপের উদ্বোধন করেন। তারপর সোজা পৌঁছে গিয়েছিলেন কালীঘাটে মায়ের পুজো দিতে। কিন্তু সেই সময় বিজেপির অভিযোগ, অমিত শাহকে ঘিরে পরিকল্পিত ভাবে জয় বাংলা স্লোগান দিয়েছিল। কয়েকজন যুবক ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এই স্লোগান দিয়েছেন। পাশাপাশি অভিযোগ উঠেছিল, কালীঘাট চত্বর থেকে শাহের স্বাগত পোস্টার ও ব্যানার সরিয়ে তার জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার লাগানো হয়েছিল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join