ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে ৩০০০ টাকা, বড় ঘোষণা শুভেন্দুর

Published on:

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে পশ্চিমবঙ্গ সরকার সকল রাজ্যবাসীর স্বার্থে একাধিক সরকারি প্রকল্পের সূচনা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায়। কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, যুবশ্রী, ঐক্যশ্রী একাধিক প্রকল্পে বেশ নজর কেড়েছে জনগণের। তবে সবচেয়ে বেশি যে প্রকল্প জনসাধারণকে আকৃষ্ট করেছে তা হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আক্ষরিক অর্থে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক বলা হয়ে থাকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পাশা ঘোরাতে এবং নিজের ক্ষমতা আরও বাড়িয়ে তুলতে এই প্রকল্প আনা হয়েছিল।

আমাদের সাথে যুক্ত হন Join Now

ফের নির্বাচনের প্রসঙ্গে উঠে এল লক্ষ্মীর ভান্ডার

২০২১ সালে শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তখন প্রতিমাসে রাজ্যের মহিলাদের ৫০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা। তবে SC ST মহিলাদের দেওয়া হত ১০০০ টাকা। কিন্তু বর্তমানে সেই প্রকল্পে আর্থিক পরিমাণ বাড়ানো হয়েছে। গত বছর ২০২৩ সালে লোকসভা নির্বাচনের আগে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি ঘোষণা করে রাজ্য সরকার। ১ হাজার টাকা করে প্রতিমাসে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়। এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলারা পান ১২০০ টাকা করে। আর এই আবহে ফের লক্ষ্মীর ভান্ডার বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেটে। কারণ বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন।

মুখ খুললেন শুভেন্দু অধিকারী

সূত্রের খবর আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতা সরকারের। এই বাজেটে উঠে আসবে রাজ্যের কোষাগারের নানা সম্পদের হিসেবে নিকেশ। বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধি এবং হ্রাসের হিসেব পাওয়া যাবে। আর সেখানেই আশঙ্কা বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধির। অনেকের আশা, ১ হাজার টাকা থেকে বেড়ে দেড় হাজার টাকা বা ২ হাজার টাকা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতির মহিলাদেরও বাড়বে। আর এই আবহেই লক্ষ্মীর ভান্ডার এর আর্থিক অনুদান বৃদ্ধি নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Whatsapp Broadcast Join Now

মাসে মাসে দেওয়া হবে ৩০০০ টাকা

আজ অর্থাৎ শনিবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলের দেউলপোঁতা গ্রাম পঞ্চায়েতে দলের জনসংযোগ যাত্রায় নিমন্ত্রিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি বলে বসলেন রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটে লক্ষ্মীর ভান্ডারের ভবিষ্যৎ নিয়ে। এমনকি বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় কী চমক দিতে পারেন, তাও জানিয়ে দিলেন বিরোধী দলনেতা। এদিন শুভেন্দু অধিকারী বলেন, “এবারের বাজেটে লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বাড়বে। অর্থাৎ যাঁরা ১০০০ টাকা করে পেতেন, তাঁরা এবার ১৫০০ টাকা করে পাবেন। এবং যারা ১২০০ করে পেতেন তাঁরা ১৭০০ করে পাবে। কিন্তু আমরা যদি ক্ষমতায় আসি তাহলে সবাইকে লক্ষ্মীর ভান্ডারে তিন হাজার টাকা করে দেব।”

Whatsapp Group Join Now

শুধু লক্ষ্মীর ভান্ডার নয় বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরি করা নিয়েও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানা মন্তব্য করলেন। তিনি বলেন, “গত ডিসেম্বরে বাংলা আবাস যোজনায় রাজ্যের সাড়ে ১২ লক্ষ পরিবারকে বাড়ি তৈরির প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দিয়েছে রাজ্য। অর্থাৎ ১ লাখ ২০ হাজার টাকা করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একথা সবাই জানে যে ১ লাখ ২০ হাজার টাকায় বাড়ি তৈরি হয় না। ক্ষমতায় এলে আমরা আরও ১ লাখ ৮০ হাজার টাকা করে দেব।” শুধু তাই নয় তিনি জানিয়েছেন যাদের নাম তালিকাতে নেই তাদের বাড়ি তৈরির জন্য তিন লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়াও প্রধানমন্ত্রী সুর্যোদয় আলো প্রকল্পে সোলার বিদ্যুৎও দেওয়া হবে।

সঙ্গে থাকুন ➥
X