‘বিশেষ সম্প্রদায়ের উগ্রপন্থী!’ নাগরাকাটায় খগেন মুর্মু, শঙ্করকে মারধরকারীদের চেনালেন শুভেন্দু

Published:

Suvendu Adhikari
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। এরই মধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করতে গিয়ে হামলায় আহত হয়েছেন বিজেপির সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার সকালে শিলিগুড়ি ও নাগরাকাটা অঞ্চলে ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন তিনি। আর সে সময় একদল স্থানীয় ব্যক্তি তার উপর হামলা চালায়। আর এই হামলায় বিধায়ক শঙ্কর ঘোষও আক্রান্ত হয়েছেন। কারা চালাল এই হামলা? জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

কী ঘটেছিল আজ সকালে?

বিজেপি সাংসদ খগেন মুর্মুর সঙ্গে দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর সংবাদমাধ্যমকে বলেছেন, কিছু লোক নিজেদেরকে দিদির সৈনিক দাবী করে আমাদের উপর তেড়ে এল। প্রথমে গালিগালাজ করতে শুরু করল। তারপর বাটাম দিয়ে আমাদের উপর আঘাত করল। আমি গাড়ির সিটের নীচে শুয়ে না থাকলে আমার মাথাও ফেটে যেত। এমনকি শঙ্কর ঘোষ ফেসবুক লাইভে আহত খগেন মুর্মুকে রক্তাক্ত অবস্থায় দেখানোর সময় বলেছেন, গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয়েছে। গোটা শরীরে কাঁচের দাগ। খগেনদার মাথা থেকে রক্ত ঝরছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে শিলিগুড়িতে নিয়ে যাচ্ছি।

এমনকি শঙ্কর ঘোষ এও জানিয়েছেন, হামলা কারীরা লাঠি, জুতো দিয়ে ত্রাণ বিতরণের গাড়িকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছিল। আর খগেন মুর্মুর মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে। হামলাকারীরা বারবার চিৎকার করে প্রশ্ন করেন যে, তোমরা কে? কেন এখানে এসেছ? এরপরেই শুরু হয় মারধর।

আরও পড়ুনঃ মা দুর্গার বিসর্জন ঘিরে রণক্ষেত্র ওড়িশা! ৩৬ ঘণ্টার কার্ফু কটকে, বন্ধ ইন্টারনেট পরিষেবা

কটাক্ষ শুভেন্দু অধিকারীর

এদিকে আজ বিকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে সেই হামলার ছবি শেয়ার করে বলেছেন, নাগরাকাটায় খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর আক্রমণ সম্পূর্ণ পরিকল্পিত। এটা তৃণমূল সরকারের সন্ত্রাসবাদ মডেলেরই অংশ। তিনি আরও বলেছেন, এই ধরনের উচ্ছৃঙ্খল আইন অমান্যকারীদের কারণেই রাজ্য সরকারের শাসন দিনের পর দিন বিলুপ্ত হচ্ছে। মমতা সরকারের ক্ষমতা টিকে থাকার জন্য এরকম বেআইনি কার্যকলাপ করে বেড়াচ্ছে। কারণ এরা নিজেরাও জানে, যে মমতা সরকার চলে গেলে এই সমস্ত বেআইনি কার্যকলাপ বন্ধ হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join