২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, ফেরানো হবে টাটাদের! BJP এলে কি কি দেওয়া হবে জানালেন শুভেন্দু

Published on:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে সময় রয়েছে এখনও বেশ কয়েক মাস। তারপরে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট বাজতে চলেছে। তাই এক মুহুর্ত সময় নষ্ট না করে জনতার কাছে নিজেদের ক্ষমতা চাহর করতে উঠে পরে লেগেছে বাংলার প্রধান দুই প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি (Suvendu Adhikari)। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রকল্প নিয়ে নানা প্রশাসনিক বৈঠক করে চলেছেন। তারই মধ্যে এবার হলদিয়া থেকে একের পর এক প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই বক্তব্যে উঠে এল টাটা সংস্থার প্রসঙ্গ। এমনকী বিজেপি ক্ষমতায় এলে হাতে – পায়ে ধরে টাটাকে রাজ্যে ফেরানো হবে বলেও এদিন ঘোষণা করেন শুভেন্দুবাবু।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

একাধিক প্রতিশ্রুতি তুলে ধরলেন শুভেন্দু

কিছুদিন আগে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। নিজের জেলা পূর্ব মেদিনীপুরে বিজেপি বিধায়কের দলবদল নিয়ে কিছুটা প্রশ্নের মুখে পড়েছিল শুভেন্দু অধিকারী। আর সেই আবহেই গতকাল অর্থাৎ রবিবার, হলদিয়ায় গেরুয়া শিবির এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। এবং সেখানে বক্তব্যের মূল আকর্ষক ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই বক্তৃতার মধ্যে দিয়েই সেখান থেকে আগামী ছাব্বিশে বিজেপি সরকারে এলে কি কি সুবিধা পাবেন রাজ্যবাসী সেই প্রসঙ্গ তোলেন শুভেন্দু। একের পর এক জনস্বার্থ মূলক প্রকল্প নিয়েও তিনি মন্তব্য করেন।

২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বঙ্গ বিজেপি!

এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘ উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজীর মতো সুশাসন ব্যবস্থা বঙ্গে নিয়ে আসতে চলেছে বিজেপি। ক্ষমতায় এলে ১ লাখ ২০ হাজার টাকার বাড়ি নয়, ৩ লাখের বাড়ি দেবে বিজেপি। শুধু তাই নয়, মা, দিদি এবং বোনেদের ১ হাজার টাকার পরিবর্তে ৩ হাজার টাকা দেবে বিজেপি সরকার। এছাড়াও সোলার আলো বসিয়ে ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি।” এছাড়াও এদিন শুভেন্দু অধিকারী জল সরবরাহ এবং চাকরি নিয়েও নানা প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর পাইপের জল, সব বাড়িতে শৌচালয় নির্মাণ করা হবে। এবং প্রতি বছর SSC, প্রাইমারি নিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ বোর্ডিং পাস থাকা সত্ত্বেও পাননি সিট! Air India-র বিমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সফর শান্তনু সেনের

হিন্দু ভোটের ওপর জোর বিজেপির

কর্মবিনিয়োগ কেন্দ্র নিয়েই শুভেন্দু অধিকারী মন্তব্য করেন। তিনি বলেন, “সব মিলিয়ে ৫১ টি কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা লাগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একে একে সেই তালা খুলবে বিজেপি। রীতিমত হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা হবে। এছাড়াও বাংলায় যেমন গুজরাতের মতো শিল্পের জোয়ার হবে। ঠিক তেমনই অসম সরকারের মত রোহিঙ্গাদের কাঁটাতারের ওপারে পাঠিয়ে দেওয়া হবে।’ হিন্দু ভোট নিয়েও একাধিক বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, “হিন্দুরা একটু দয়া করলেই রাজ্যে সরকার বদলে যাবে। সিপিএম লড়ছে। কিন্তু পারছে না। ৩০ শতাংশ হিন্দু ভোট দিতে যায় না। ৬৫ থেকে ৬৮ শতাংশ হিন্দু ভোট দিতে যায়। আপনারা শুধু বাড়ি থেকে বেরবেন। তারপর কী করতে হয়, আপনারা জানেন।”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group