প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগে নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে হামলায় আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আর এই ঘটনায় বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে চোখের নীচে হাড় ভেঙে যায় খগেন মুর্মুর। এদিকে এই হামলার নেপথ্যে জনরোষের তত্ত্ব খাড়া করতে মরিয়া হয়ে ওঠে শাসকদল তথা তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, এটা শাসকদলের মদত এবং প্রশাসনিক ব্যর্থতাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি। এবার মমতার কনভয় নিয়ে অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
কনভয় বিতর্ক
কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সাংসদ এবং বিধায়কের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন। সঙ্গে এটাও দাবি করেছিলেন যে, ওই দুর্গত এলাকায় বিজেপির তরফ থেকে ৩০-৪০টা কনভয় নিয়ে যাওয়া হয়েছিল। আর তাতেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে স্থানীয় বাসিন্দাদের। এবার সেই অভিযোগকে মিথ্যা বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। আজ অর্থাৎ শনিবার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলের পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি টার্গেট করে লিখেছেন যে, “মিথ্যা কথা বলারও একটা সীমা থাকে !!! উনি নাকি তিনটা গাড়ির কনভয় নিয়ে চলেন ! নেহাত কলি যুগ নয়তো… ”
মিথ্যা কথা বলারও একটা সীমা থাকে !!!
উনি নাকি তিনটা গাড়ির কনভয় নিয়ে চলেন ! নেহাত কলি যুগ নয়তো…
নাগরাকাটায় বিজেপি সাংসদ-বিধায়কদের উপর হামলার দিন বলছিলেন যে বিজেপি প্রতিনিধিদের গাড়ির কনভয়ের চাপে নাকি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। ওনার আমলের রাস্তার মানের ব্যপারে উনি বেশ… pic.twitter.com/jmEhR7USbr
— Suvendu Adhikari (@SuvenduWB) October 18, 2025
চাঞ্চল্যকর পোস্ট শুভেন্দুর
এদিন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও দাবি করেছেন যে, “নাগরাকাটায় বিজেপি সাংসদ-বিধায়কদের উপর হামলার দিন বলছিলেন যে বিজেপি প্রতিনিধিদের গাড়ির কনভয়ের চাপে নাকি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। ওনার আমলের রাস্তার মানের ব্যপারে উনি বেশ নিশ্চিত কারণ কাটমানি নেওয়ার পর কি রকম রাস্তা নির্মাণ হয় রাজ্যে সে ব্যাপারে উনি অবগত। কিন্তু উনি নাকি সেই কারণে মাত্র তিনটা গাড়ির কনভয় নিয়ে ঘোরা ফেরা করেন, এটা শুনলে কাক পক্ষীতেও হাসবে…” যদিও শুভেন্দু আগেও এই বিষয়ে নিয়ে সরাসরি সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন।
আরও পড়ুন: ভাঙড় থেকে অপহরণ করে মুর্শিদাবাদে ধর্ষণের অভিযোগ! হাসপাতালে মৃত্যু নাবালিকার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপির এই কনভয় বিতর্ক নিয়ে নানা প্রসঙ্গ তুলেছিলেন সেই সময় সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন. “৮ জন বিধায়ক, ৩ জন সাংসদ ছিলেন, পাঁচ খানা গাড়ি ছিল, আর ১২টা মিডিয়ার গাড়ি ছিল।” এরপরই মুখ্যমন্ত্রীর নাম না করে তিনি বলেন, “কে বলছেন! যাঁর জন্য চার ঘণ্টা রাস্তা বন্ধ থাকে, দড়ি ঘেরা থাকে, আর যিনি ২৫০-৩০০ গাড়ি নিয়ে বের হন। যাঁর জোড়া হেলিকপ্টার রয়েছে, জোড়া চাটার্ড ফ্লাইট রয়েছে, তারপরও যখন রাস্তায় বের হন, রাস্তা বন্ধ করে দেন। তাঁর মুখ থেকে এসব কথা মানায় না।”