প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি খুয়েছে প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থী। যা নিয়ে রাজ্য-রাজনীতিতে ব্যাপক হইচই। তার উপর এসএসসিতে নিয়োগের জন্য প্রায় ছ’ হাজার সুপারনিউমেরারি পদ তৈরি করেছিল মন্ত্রিসভা, কিন্তু বর্তমানে সেখানেও সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে। এই দুই সাঁড়াশি চাপে ইতিমধ্যেই বেজায় ফেঁসেছে শাসকদল। আর এই আবহে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ পুলিশ, এই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
মুহাম্মদ ইউনূস এর ছায়া মমতার মধ্যে!
ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি, শমসেরগঞ্জের একাংশে। দিন রাত সেখানে অশান্তির আবহ তৈরি হচ্ছে। পুলিশের ওপর হামলার পাশাপাশি রেলের সম্পত্তিতেও ভাঙচুরের ঘটনা ঘটে চলেছে। দোকান ও বাড়িতেও বেপরোয়া ভাঙচুর চলছে। বাদ যায়নি সেখানকার এক বেসরকারি হাসপাতাল। হাইকোর্টের নির্দেশে শনিবার থেকে এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। গ্রামে গ্রামে বাহিনীর সঙ্গে ঘুরেছে পুলিশও। পরিস্থিতি মাঝে মধ্যে বাগে আনলেও ফের ব্যর্থ হচ্ছে প্রশাসন। যা নিয়ে এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের প্রধান মুহাম্মদ ইউনূস এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিল তুলে ধরলেন।
বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
মুর্শিদাবাদের এই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানান, “ বাংলায় এইমুহূর্তে হিন্দুদের প্রতি সংকট যেন আরও প্রকট হতে চলেছে। ঠিক যেন বাংলাদেশের মতো। তিনি বলেন, “আনসারুল বাংলার মতোই আচরণ করছে তৃণমূল। ইউনূস আর মমতা দু’জনেই এক। ওখানে জামাত আর এক্সট্রিমিস্ট ফোর্স যেভাবে কাজ করছে, যেভাবে পাকিস্তানিদের হাতে চলে গেছে বাংলাদেশ, সেখানে বাংলার পরিস্থিতিও একই। ওপারের স্টাইলেই মুর্শিদাবাদে দোকানপাট লুট হয়েছে।” এছাড়াও তিনি বলেন, “হাসিনা সরকার যখন ছিল, তখন সিদ্দিকুল্লা চৌধুরীর ভিসা দিত না বাংলাদেশ সরকার। এখন সেই সিদ্দিকুল্লা গোটা বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন শুধু তাই নয় বাংলাকে টাইট দেবে বলে জানিয়েছেন।”
আরও পড়ুনঃ গরমের ছুটির আগে বেরোবে ফলাফল? পরীক্ষার খাতা দেখা নিয়ে চাপে শিক্ষকরা!
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ রবিবার, চাকরি বাতিল ও ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিকে কেন্দ্র করে যে প্রতিবাদ হয়ে চলেছে তার বিরুদ্ধে এবার বিকেলে পথে নামে বিজেপি। সেই মিছিলের নেতৃত্বে ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাহুল সিনহাকে। আর সেখান থেকেই শুভেন্দু অধিকারী জানান, কিছুদিনের মধ্যে সম্ভবত চলতি মাসেই নাকি বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |