পুজোয় মহিলাদের বস্ত্রদানে বাধা! ভিডিও পোস্ট করে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ শুভেন্দুর

Published:

Suvendu Adhikari
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর মরশুমে আমবাঙালি মজলেও রাজনৈতিক দ্বন্দ্ব বিরোধ কিছুই থামছে না। এমনকি পুজো মণ্ডপ নিয়েও চলছে পুলিশ প্রশাসনের সঙ্গে তীব্র দ্বন্দ্ব, যার স্পষ্ট উদাহরণ হল সন্তোষ মিত্র স্কোয়ার। এবার এই পুজো প্যান্ডেল নিয়ে তর্কাতর্কি করার মাঝে এবার স্টল বুক নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। জানিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বিস্ফোরক পোষ্ট শুভেন্দুর

এদিন সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ডায়মণ্ড হারবার মডেলের মেটিয়াবুরুজ বিধানসভার রবীন্দ্রনগর থানার আই. সি – সুজন কুমার রায় বলছেন হিন্দু মুসলিম মারাতে এসেছো, পেছনে ঢুকিয়ে দেবো একেবারে তোমাদের।” আর সেই নিয়ে আক্রমণ করলেন শুভেন্দু। অভিযোগ উঠেছে যে মেটিয়াবুরুজ মণ্ডল ৩ এর বিজেপির কর্মী ও কার্যকর্তারা দুর্গা পুজোয় একটা ছোট বুক স্টল দিয়েছে যেখানে দেখা যাচ্ছে ঐ স্টল থেকে পুজো উপহার হিসেবে কিছু নতুন বস্ত্র মায়েদের হাতে তুলে দেওয়া হচ্ছিল। তখনই নাকি হম্বিতম্বি দেখাচ্ছিলেন আই. সি – সুজন কুমার রায় এবং এস. আই – সেক কবির।

পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী এদিন এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাঁর অভিযোগ, “মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন পুলিশ দিয়ে বিজেপির সেবাদানে বাধা দেবেন আপনি পারবেন না। আপনাকে নন্দীগ্রামে আটকেছি এবার পশ্চিমবঙ্গে আটকে দেব। এসে ইচ্ছাকৃত প্রোগ্রামের ব্যাঘাত ঘটানোর জন্যে পুলিশি সন্ত্রাস চালানো বন্ধ করব।” প্রসঙ্গত, চলতি বছর গত জুন মাসে গোষ্ঠী সংঘর্ষের কারণে বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরের সন্তোষপুর এলাকায়। শেষে উত্তেজনার আবহে বদল করা হয়েছিল রবীন্দ্রনগর থানার আইসিকে।

আরও পড়ুন: একটু পরেই দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কী হবে কলকাতার?

জানা গিয়েছে, রবীন্দ্রনগর থানার প্রাক্তন আইসি মুকুল মিয়াকে দার্জিলিংয়ের ইন্সপেক্টর অব পুলিশ করে পাঠানো হল। এবং তাঁর জায়গায় রবীন্দ্রনগর থানার আইসি-র দায়িত্ব দেওয়া হয়েছিল মালদহের রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়কে। তার কয়েক মাস পরেই এবার সেই রবীন্দ্রনগর থানার আইসিকে নিয়ে কটাক্ষ করল শুভেন্দু।

গুরুত্বপূর্ণ খবর
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join