‘তৃণমূল কর্মীকে করা হয়েছে BLO!’ প্রমাণ দেখিয়ে বোমা ফাটালেন শুভেন্দু

Published on:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্নীতি ইস্যু নিয়ে এমনিতেই রাজ্য সরকারকে একাধিক মামলার মুখোমুখি হতে হচ্ছে। কখনও চাকরি দুর্নীতি তো কখনও আবার রেশন দুর্নীতি। কোর্ট চত্বরে বারংবার ঘুরতে হচ্ছে শাসকদলের দাপুটে নেতাদের। এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তাই খানিকটা চাপেই আছে রাজ্য সরকার। তার উপর রাজ্যের ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারের নাম সরাতে উঠে পরে লেগেছে কমিশন। এমতাবস্থায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ নিয়ে আসলেন।

BLO তালিকায় তৃণমূল কর্মীদের নাম!

প্রথম থেকেই বিরোধী দল গেরুয়া শিবির দাবি করে আসছে যে, রাজ্যে ভুয়ো ভোটারের সংখ্যা অত্যাধিক। তাই শীঘ্রই বিহারের মত বাংলাতেও SIR করা হোক। আর সেই আবেদনেই এবার সবুজ সংকেত দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ ঘিরে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন দফতর। এমতাবস্থায় BLO তালিকায় নাম উঠে এল তৃণমূল নেতার, আর সেটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ল বঙ্গ বিজেপির একাংশ। এর আগেও ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেতাদের BLO করা নিয়ে সরব হয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সাংবাদিক বৈঠক ডেকে প্রাক্তন সাংসদ বিএলও-দের ছবি তুলে ধরেন। আর এবার শুভেন্দু অধিকারী তৃণমূল নেতাদেরকে BLO করা নিয়ে আরও এক বিস্ফোরক তথ্য ফাঁস করলেন।

বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

আজ, বৃহস্পতিবার, বঙ্গ বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারী, তাঁর এক্স হ্যান্ডেলে তৃণমূল সরকারকে নিয়ে এক বিস্ফোরক পোস্ট করেন। তিনি জানান, “ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা করছেন। তাই সেই কারণে এবার রাজ্যে SIR করার ক্ষেত্রে BLO তালিকায় নাম উঠে এল উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সভাপতি রমেশ চন্দ্র দাসের নাম। তিনি পেশায় সহকারী শিক্ষক হিসেবে অস্থায়ী কর্মী থাকা সত্ত্বেও, ২০ নম্বর বুথের জন্য বুথ লেভেল অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন। এদিকে একই বুথের অন্যান্য স্থায়ী সহ শিক্ষকদের সেই দায়িত্ব দেওয়া হয়নি। তাই আমি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে অনুরোধ করবো এই বিষয়টি তদারকি করার।”

আরও পড়ুন: নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার ৫ নাবালিকা! হুমকি দিয়ে ২ জনকে ছাড়ানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

প্রসঙ্গত, মেদিনীপুরেও BLO তালিকায় নাম উঠে এসেছে একাধিক তৃণমূল কর্মীর নাম, যা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে রাজনৈতিক শিবিরে। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ, তৃণমূল শিক্ষা সেলের নেতা বিজেশ প্রসাদ, নেত্রী রাজলক্ষ্মী সাউ ও সিউজি সাউয়ের মতো একাধিক তৃণমূল কর্মীকে বিএলও হিসেবে নিযুক্ত করা হয়েছে। বাদ যায়নি, অঙ্গনওয়াড়ি কর্মী ও স্কুলের নন-টিচিং স্টাফরাও। যদিও এখনও পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥