BLO-দের তালিকায় তৃণমূল কর্মীর নাম! প্রমাণ দেখিয়ে কমিশনের কাছে বড়সড় দাবি শুভেন্দুর

Published:

Suvendu Adhikari
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: মাস পেরোলেই রাজ্যে শুরু হতে চলেছে ভোটার সমীক্ষার নিবিড় সংশোধন। তাই এইমুহুর্তে জাতীয় নির্বাচন কমিশনের ব্যস্ততা বেশ তুঙ্গে। তার সঙ্গে জোর কদমে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে। যদিও রাজ্যে SIR নিয়ে প্রথম থেকেই বেশ ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। ভুয়ো ভোটার নিয়ে কম কটাক্ষ হচ্ছে না। এমতাবস্থায় ফের বুথ লেভেল অফিসার নিয়োগ নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

BLO নিয়োগ নিয়ে ফের বিতর্ক

কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের নেতাদের ব্লক লেভেল অফিসার বা BLO হিসেবে নিয়োগ করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুলে ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তারপরেই সেই দাবিকে মান্যতা দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা সুর তুলেছিলেন। BLO তালিকায় দেখা গিয়েছিল এক তৃণমূল কর্মীর নাম। এমতাবস্থায় আরও একবার একই অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। এদিন এক্স হ্যান্ডেলে শুভেন্দু জানিয়েছেন যে, “উত্তর ২৪ পরগনায় ডায়মন্ড হারবার এলাকায়, এসি নম্বর ১৪৩, ব্লক লেভেল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আলাউদ্দিন মোল্লা নামে এক কর্মীকে। কিন্তু বিশেষ সূত্রে জানা গিয়েছে, সরিষা এলাকার তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন মহম্মদ আলাউদ্দিন মোল্লা।”

কী বলছেন শুভেন্দু অধিকারী?

এদিন এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন যে, উল্লেখিত এই ব্লক লেভেল অফিসার মহম্মদ আলাউদ্দিন মোল্লার স্ত্রী লায়লা বিবি হলেন ডায়মন্ড হারবারের ২ নম্বর ব্লকের ইলেক্টেড মেম্বার। এদিকে তিনিও তৃণমূল কর্মী। তাই শুভেন্দু জাতীয় নির্বাচন কমিশনারকে এই ব্যাপারে নজরদারি করার অনুরোধ জানিয়েছেন। তাঁরা যাতে নিরপেক্ষভাবে তাঁদের কাজ করে এবং কোনোভাবেই কাজের সময় কোনো কর্মীকে শাসকদলের পক্ষে কাজ করার জন্য প্রভাবিত না করে।” শুভেন্দুর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তুমুল উত্তেজনা ছড়ায় রাজনৈতিক অন্দরে।

আরও পড়ুন: কুলটিতে গৃহবধূকে ধর্ষণ প্রতিবেশীর! গণধোলাই দিয়ে ধর্ষককে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী

এর আগেও বুথ লেভল অফিসার বা BLO দের নিয়োগ নিয়েও বিতর্ক বেঁধেছিল উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জে। শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিল যে যোগ্য স্থায়ী সরকারি কর্মী থাকা সত্ত্বেও কেন তৃণমূল কংগ্রেসের নেতাদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে। এমনকি সেই সময় শুভেন্দু বিএলও হিসেবে নিয়োগ হওয়া হিঙ্গলগঞ্জের তিন জনের নামও সমাজমাধ্যমে প্রকাশ করেছিলেন। যদিও সেই নিয়ে কোনো মন্তব্য করেনি তৃণমূল কংগ্রেস।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join