‘মাত্র ৭ দিন’, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা

Published on:

suvendu adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই উপনির্বাচন। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দফায় দফায় চলছে প্রচার। এদিকে আরজি কর-কাণ্ডে মূল অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই এর বিরুদ্ধে ইতিমধ্যে চার্জশিট দিয়েছে CBI। এই আবহে সিভিক ভলান্টিয়ার নিয়ে সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। একের পর এক অভিযোগ উঠেই চলেছে। কিন্তু এবার উপনির্বাচনের আগে তৃণমূলের হয়ে প্রচার করার অভিযোগ উঠল বাঁকুড়ার ইন্দপুর থানার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গ উঠল লক্ষ্মীর ভান্ডারের।

শুভেন্দুর ভোট প্রচারের নিশানায় সিভিক ভলেন্টিয়ার

WhatsApp Community Join Now

সম্প্রতি সেই বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিযোগ তুললেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু। কয়েকটি ছবি পোস্ট করে এদিন তিনি লিখেছেন, “ইনি ভীম মণ্ডল। বাঁকুড়ার জেলার ইন্দপুর থানার সিভিক ভলান্টিয়ার। দেখা যাচ্ছে, তিনি তালডাংরা বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করছেন। ” এমনকি এদিন বিজেপি প্রার্থীর সমর্থনে এক জনসভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেও এই পোস্ট নিয়ে তিনি নানা মন্তব্য করলেন। তিনি বলেন, “ আজকে বিনপুরের সিভিক ভলান্টিয়ারের ছবি দিয়েছি আমি। বিনপুর থানার সিভিক ভোট চাইতে যাচ্ছে। বলছে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। ওর বাপের টাকা নাকি? সরকারের টাকা।”

সুদ সমেত লক্ষ্মীর ভান্ডার দেবেন শুভেন্দু

এছাড়াও তিনি আরও বলেন, ”আমার জেলায় ১৫টা বিধানসভায় হেরেছে তৃণমূল, জিতেছে সৌমিত্র খাঁ। কিন্তু আমাদের এলাকায় একটা মা, দিদি, বোনের কোনও ভাতা – টাকা বন্ধ করার ক্ষমতা ওরা দেখাতে পারেনি। আর তালডাংরায় বিজেপিকে ভোট দেওয়ার জন্য যদি একজন মহিলার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে তাহলে শুধু হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট নম্বরটা দেবেন। সুদ সহ ৭ দিনের মধ্যে যদি আদায় করতে না পারি বিরোধী দলনেতা আর কোনও দিন আপনাদের কাছে ভোট চাইতে আসবে না।”

যদিও বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানিয়েছেন ঘটনার তদন্ত চলছে। তবে সিভিক ভলান্টিয়ারের বাড়ির সামনে ঘটনাটি ঘটেছে সেটা স্পষ্ট। আশঙ্কা করা হচ্ছে তিনি যখন সেখানে দাঁড়িয়ে ছিলেন তখন প্রার্থীর সঙ্গে তাঁর দেখা হয়। সিভিক ভলান্টিয়ার তখন অন ডিউটি ছিলেন না। সিভিক ভলান্টিয়ারের পোশাকও পরে ছিলেন না। প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের।

সঙ্গে থাকুন ➥
X