বাতিল হবে মমতার পাসপোর্ট? শুভেন্দুর দাবি ঘিরে তুঙ্গে তরজা!

Published on:

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: ইতিমধ্যেই লন্ডন সফরে বেশ মজেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিল্প বাণিজ্য বৈঠক থেকে শুরু করে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একাধিক আলোচনা করেছেন তিনি সেখানে। তবে লন্ডন সফরে শিল্প বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বৈঠক থাকলেও অক্সফোর্ডের কেলগ কলেজের মুখ্যমন্ত্রীর বক্তব্যই ছিল সফরের মূল আকর্ষণ৷ কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে শোরগোল পরে যায় রাজ্য রাজনীতিতে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

লন্ডন সফরকে কেন্দ্র করে বিক্ষোভ শুভেন্দুর!

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, জগদ্দলে বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ছিল। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। আর সেই সময় নানান বক্তব্যের মাঝে হঠাৎ করেই লন্ডন যাত্রাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন তিনি জানিয়েছেন, “পশ্চিমবঙ্গ থেকে লন্ডনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশবিরোধী কাজ করেছেন। তিনি ওখানে গিয়ে ব্রিটিশ যুগের প্রশংসা করছেন। যেটা আমাদের ভারতীয়দের কাছে লজ্জার। আসলে উনি এই ধরনের মন্তব্য করে বাংলার মনীষীদের অপমান করেছেন।”

মমতার পাসপোর্ট বাতিলের দাবি

এছাড়া শুভেন্দু অধিকারী আরও বলেছেন যে, “ যে সকল বিপ্লবীরা আমাদের ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করার জন্য নিজেদের প্রাণ বলি দিয়েছেন, সেই সকল বিপ্লবীদের তিনি অপমান করেছেন। তাই আমি দাবি জানাচ্ছি অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাসপোর্ট বাতিল করে ভারতে ফিরিয়ে আনা উচিত বিদেশ মন্ত্রকের।” এমনকি তিনি এদিন অশান্ত ভাটপাড়ায় গিয়ে বিজেপি নেতা অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করেন। এবং বোমা-গুলি কাণ্ডে সরাসরি শাসকদল তৃণমূল সহ পুলিশ প্রশাসনকে একযোগে আক্রমণ করেন। শুভেন্দু অভিযোগ করেন যে, “আমাদের কাছে তথ্য আছে যে লন্ডন থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে অর্জুন সিংকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হতে পারে। যদি এমন হয়, তাহলে ব‍্যারাকপুরের কমিশনারের অফিস ঘেরাও করব আমরা।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ মধ্যশিক্ষার পথেই রাজ্যের মাদ্রাসা! চালু হবে হোলিস্টিক রিপোর্ট কার্ড, ভাতাও প্রায় দ্বিগুণ

এদিকে লন্ডনে কেলগ কলেজে এদিন নারী, শিশু এবং সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের সামাজিক উন্নয়নের উপরে বক্তব্য রাখতে গিয়ে একদল বিক্ষোভকারীর মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শকাসনের পিছনের দিক থেকে কয়েকজন হাতে প্ল্যাকার্ড নিয়ে উঠে দাঁড়ান৷ তাতে রাজ্যে নির্বাচন এবং ভোট পরবর্তী হিংসার মতো ঘটনা, আরজি কর কাণ্ডের কথা লেখা ছিল৷ বক্তব্যের মাঝেই চিৎকার করে নিজেদের বক্তব্য জানানোর চেষ্টা করেন ওই বিক্ষোভকারীরা৷ যদিও শেষে সবটাই সামলে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত দর্শকাসনে থাকা বিক্ষোভকারীরা হল ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন৷

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group