প্রীতি পোদ্দার, পাটনা: ২০২১ সালের ভোটের ক্ষমতায় তৃণমূল কংগ্রেসের ভাগ্য পরিবর্তন করেছিল বাংলায় মহিলাদের জন্য চালু হওয়া ‘লক্ষ্মীর ভান্ডার’ (Lakshmir Bhandar) প্রকল্প। যেই প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আত্মনির্ভরশীল করার জন্য মাসে মাসে আর্থিক ভাতা দিয়ে থাকেন। আর তাতেই ভোটবাক্সে বিপুল পরিমাণে ভোট জমেছিল তৃণমূল কংগ্রেসের নামে। তৃতীয়বার ক্ষমতায় ফিরেছিল তৃণমূল কংগ্রেস। বর্তমানে সাধারণ শ্রেণির মহিলাদের মাসে ১০০০ টাকা এবং তফসিলি জাতি-জনজাতিভুক্ত মহিলাদের জন্য মাসে ১৫০০ টাকা দেওয়া হয়। সূত্রের খবর, এবার এই লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করতে চলেছে লালু প্রসাদের দল।
লক্ষ্মীর ভান্ডারের পথে লালুপুত্র তেজস্বী যাদব
সূত্রের খবর, রাজ্যে-রাজ্যে মমতার ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পকে মডেল করছে অন্যান্য রাজনৈতিক দলগুলি। কংগ্রেস-সহ অন্যান্য রাজনৈতিক দল যেমন রয়েছে, তেমন আবার বিজেপি- ও রয়েছে। নাম আলাদা হলেও ছাঁচ এক। গত সপ্তাহেই দিল্লিতে ‘লক্ষ্মীর ভান্ডার’ এর আদলে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’ চালুর কথা ঘোষণা করেছিলেন। বর্তমান মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনাকে পাশে নিয়ে তিনি জানিয়েছিলেন, ‘মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যেই আপ সরকার এই প্রকল্প শুরু করতে চলেছে। বর্তমানে মাসে এক হাজার টাকা করে পাবেন ১৮ বছরের ঊর্ধ্বে থাকা সব মহিলা। ২০২৫ এ বিধানসভা ভোটে দিল্লিতে ফের যদি আপ সরকার গঠন করে তাহলে মহিলারা প্রতি মাসে ২,১০০ টাকা করে পাবেন।’ এবার সেই একই পথে হাঁটল লালুপুত্র তেজস্বী যাদব।
বাদ যাননি হেমন্ত সোরেন ও
জানা গিয়েছে লালু প্রসাদের দল আরজেডি-র তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ‘মাই বেহেন মান যোজনা’ প্রকল্পে মাসে মাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে আর্থিক ভাবে দুর্বল পরিবারের মহিলাদের। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে নির্বাচনে লালু সরকার জিতলে এক মাসের মধ্যেই এই যোজনা চালু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী। অন্যদিকে লক্ষ্মীর ভান্ডারের আদলে ঝাড়খণ্ডে মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যে ‘মাইয়া সম্মান যোজনা’ শুরু করেছিলেন, তা অনেকটাই কাজে দিয়েছে ক্ষমতা দখলে। এই প্রকল্পের অধীনে রাজ্যের প্রত্যেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভোটের আগেই হেমন্ত সোরেন সেই অঙ্ক বাড়িয়ে ২৫০০ টাকা করে দেন।
যদিও কেন্দ্রীয় সরকারও মহিলাদের জন্যে বিভিন্ন প্রকল্প চালু করেছেন। লাখপতি দিদি থেকে উজ্জ্বলা গ্যাস যোজনা, ইত্যাদি নানা প্রকল্প আছে কেন্দ্রের। তবে এভাবে সরাসরি মহিলাদের হাতে টাকা তুলে দেওয়ার প্রকল্প মধ্যপ্রদেশ থেকে চালু করেছিল কেন্দ্র। এবার দেখার পালা সেই পথে হেঁটে কতটা কার্যসিদ্ধি হবে লালু বাহিনীর।