সৌভিক মুখার্জী, কলকাতা: বিহারের বিধানসভা নির্বাচনের তোড়জোড় শুরু হতেই রাজ্যের রাজনীতিতে বিরাট প্রতিশ্রুতির ঝড়। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বড়সড় ঘোষণা করে বসলেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। তিনি জানিয়েছেন, বিহারের এমন কোনও পরিবার থাকবে না, যেখানে অন্তত একজন সরকারি চাকরি করে না। আমরা নতুন আইন তৈরি করব, যেখানে প্রতিটি পরিবার সরকারি চাকরি করবে। তাঁর এই বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রশাসনিক মহলে শুরু হয়ে গেছে জোর জল্পনা।
প্রথম কাজই হবে আইন তৈরি করা
তেজস্বী যাদব এদিন বলেছেন, আমাদের সরকার গঠনের 20 দিনের মধ্যেই আমরা নতুন আইন তৈরি করব, আর 20 মাসের মধ্যে এমন কোনও বাড়ি থাকবে না, যেখানে অন্তত একজন সরকারি চাকরি করছে না। অর্থাৎ, প্রত্যেক বাড়ির কমপক্ষে একজনকে সরকারি চাকরি পাইয়ে দেব। তিনি আরও জানিয়েছেন, এই কাজ কোনওরকম কল্পনা নয়, বরং সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবেই করব। আমাদের কাছে জাতিভিত্তিক জনগণনার তথ্য রয়েছে। আর সেই ডেটা ব্যবহার করেই আমরা জানতে পারব, কোন পরিবারে কেউ সরকারি চাকরি করছে না।
17 মাসেই 5 লক্ষ চাকরি
প্রসঙ্গত, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দাবি করেছেন, তাঁর 17 মাসের সরকার বিহারে 5 লক্ষ চাকরি দিয়েছিল। তিনি বলেছেন, আমরা যখন 10 লক্ষ চাকরির কথা বলেছিলাম, তখন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছিলেন, এত টাকা কোথা থেকে আসবে? তোমার বাবার কাছ থেকে? কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি, কাজ করলে সবই সম্ভব। এমনকি তিনি আরও বলেছেন, এই সরকার 20 বছরের শাসনে চাকরির নামে শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে চলেছে। বাস্তবে ফল শূন্য। এখন আমরা নতুন পথ অনুসরণ করছি।
“सरकार में भागीदारी! हर युवा को हिस्सेदारी!
तेजस्वी सरकार देगी: हर परिवार को नौकरी सरकारी!!”
– बिहार में नौकरी-क्रांति के जनक श्री @yadavtejashwi जी की क्रांतिकारी घोषणा!!मात्र 20 महीनों में शुरू होगी नौकरियों की बौछार!
आ रही है ऐसी क्रांतिकारी नौकरियों वाली #तेजस्वी_सरकार!! pic.twitter.com/8J6y6HV3LY— Rashtriya Janata Dal (@RJDforIndia) October 9, 2025
এনডিএ সরকারের বিরুদ্ধে তোপ
এদিন এনডিএ সরকারকে সরাসরি আক্রমণ করে তেজস্বী যাদব বলেছেন, ডাবল ইঞ্জিন সরকার শুধুমাত্র বড় বড় কথা বলে। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়। পরে সব ভুলে যায়। আমরা সেই রাজনীতি করি না। আমরা যা বলি তা বাস্তবে করে দেখাই। তিনি আরও জানিয়েছেন, যারা বেকার ভাতার কথা তুলছে, তারা ভুলে গিয়েছে, আমরা বাস্তবে 17 মাসে 5 লক্ষ চাকরি দিয়েছি। এমনকি আরও 3 লক্ষ চাকরি তখন পাইপলাইনে ছিল।
আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনার নৈশভোজে রাওয়ালপিন্ডি চিকেন, ভাওয়ালপুর নান! ভাইরাল মেনু কার্ড
এখন দেখার, তেজস্বী যাদবের এই কথা সত্যিই বাস্তবে রূপ নেয় কিনা। প্রকৃতপক্ষে প্রতিটি পরিবারের কমপক্ষে একজন সরকারি চাকরিজীবী হলে যে রাজ্যের অর্থনৈতিক অবস্থা নয়া মোড় নেবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সকলের নজর থাকবে এখন সেদিকে।