মহিলাদের স্থায়ী চাকরি! ৩০,০০০ টাকা দেওয়ার ঘোষণা তেজস্বী যাদবের

Published:

bihar election tejashwi yadav
Follow

সহেলি মিত্র, পাটনা: বছর শেষ হওয়ার আগেই বিহারে বেজে গিয়েছে বিধানসভা ভোটের (Bihar Assembly Election 2025) ডঙ্কা। নিজেদের ক্ষমতা ধরে রাখতে একদিকে যখন শাসক দলের প্রতিনিধিরা জোরকদমে প্রচার চালাচ্ছেন, সেখানে পিছিয়ে নেই বিরোধীরাও। দুই তরফেই এক কথায় প্রতিশ্রুতির বন্যা বইছে। তবে এবার আরজেডি নেতা তেজস্বী যাদব মহিলাদের উদ্দেশ্যে বিরাট ঘোষণা করলেন। জানালেন সকলকে ৩০,০০০ টাকা করে দেওয়ার কথা।

জীবিকা দিদিদের ৩০,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি

আজ বুধবার বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এক সংবাদ সম্মেলনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচনী ঘোষণা করেন। তিনি বলেন যে তিনি জীবিকা দিদিদের ৩০,০০০ টাকা বেতন এবং সরকারি কর্মচারীর মর্যাদা প্রদান করবেন। তিনি আরও ঘোষণা করেন যে তাঁর সরকার গঠনের পর সমস্ত ঠিকাদার কর্মীকে স্থায়ী করা হবে। এর আগে, তেজস্বী যাদব তাঁর প্রথম নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তাঁর সরকার গঠনের ২০ মাসের মধ্যে প্রতিটি পরিবারে একজন করে সরকারি চাকরি পাবেন।

বিস্ফোরক দাবি তেজস্বীর

লালু প্রসাদ যাদবপুত্র আরও জানান, মহিলাদের ঘুষ হিসেবে ১০,০০০ টাকা দেওয়া হয়েছিল, যা এই সরকার ফেরত দেবে। তেজস্বী যাদব বলেন যে তিনি প্রতিটি পরিবারের জন্য একটি চাকরি ঘোষণা করেছেন এবং আজ এই বিষয়ে আরও একটি ঐতিহাসিক ঘোষণা করতে চলেছেন। তেজস্বী যাদব বলেন যে সমগ্র বিহার রাজ্য বর্তমান সরকারের উপর ক্ষুব্ধ, ডাবল-ইঞ্জিন সরকারের মধ্যে দুর্নীতি ও অপরাধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

তেজস্বী জানান, ‘বর্তমান সরকার আমাদের পরিকল্পনাগুলি নকল করেছে। মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়ে গেছে, এবং এখন নির্বাচনী প্রচারের সময়। বিহারের জনগণ পরিবর্তন দাবি করার সংকল্প নিয়েছে এবং তারা ডাবল-ইঞ্জিন সরকারের উপর বিরক্ত।’ তেজস্বী যাদব বলেন, “আমার সফরের সময় আমি জীবিকা দিদিদের একটি দলের সাথে দেখা করেছিলাম এবং তাদের মতামত শোনার পর, আমি এই সিদ্ধান্ত নিয়েছি। যদি আমার সরকার গঠিত হয়, তাহলে জীবিকা দিদিদের চাকরি স্থায়ী করা হবে।”

তিনি আরও জানান যে জীবিকা দিদিরা স্থায়ী চাকরি পাওয়ার পাশাপাশি প্রতি মাসে ৩০,০০০ টাকা বেতন পাবেন। এছাড়াও, জীবিকা দিদিদের ঋণ মকুব করা হবে। তারা সুদমুক্ত ঋণ পাবেন, দুই বছর পর্যন্ত ঋণের উপর কোনও সুদ নেওয়া হবে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join