রিঙ্কু পুত্রর মৃত্যু নিয়ে রহস্য, মিলল মহিলা যোগ! কে এই রমণী?

Published:

Updated:

The mysterious death of Rinku Majumder son Srinjoy Majumder
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: গত মঙ্গলবার থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র (Rinku Majumder’s Son Death) সৃঞ্জয় দাশগুপ্তের আচমকা মৃত্যুকে ঘিরে একের পর এক রহস্য দানা বাঁধছে। আত্মহত্যা নাকি খুন তা নিয়ে শুরু থেকেই একাধিক জটলা শুরু হয়েছিল। শেষমেষ প্রাথমিক রিপোর্টে কোথাও ‘ফাউল প্লে’ কিংবা আত্মহত্যার উল্লেখ নেই। মৃত্যুর সম্ভাব্য কারণ ছিল, অ্যাকিউট হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস। তবে এই মৃত্যুকে ঘিরে এবার উঠে এল আরেক গুরুত্বপূর্ণ তথ্য।

সন্দেহ সৃঞ্জয়ের ঘনিষ্ঠ বান্ধবীকে নিয়ে

মঙ্গলবার নিউটাউনের সাপুরজি আবাসন থেকে রিঙ্কুর পুত্রকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পেশায় আইটি কর্মী যুবককে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর সৃঞ্জয় ওরফে প্রীতমের মৃত্যুর আসল কারণ জানতে আরজি কর হাসপাতালে তাঁর দেহ ময়নাতদন্ত করা হয়। সেই সূত্রে এর প্রাথমিক রিপোর্টে জানা যায় যে প্রীতমের স্নায়ুর সমস্যা ছিল। তিনি একাধিক ওষুধ খেতেন। ড্রাগ ওভারডোজের কারণে এই মৃত্যু। অর্থাৎ সৃঞ্জয় এর মৃত্যু সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু রিপোর্ট প্রকাশ্যে এলেও রহস্যের জটলা কিছুতেই কাটতে চাইছে না। সৃঞ্জয়ের মৃত্যুর দিন গোলাপী জমা পরিহিতা এক রমণীকে নিয়ে উঠল প্রশ্ন।

পোস্টে উঠে এল একাধিক অভিযোগ

গতকাল অর্থাৎ বুধবার সকালে তৃণমূল নেতা কুণাল ঘোষ ‘আমি ঝুমা’ নামে এক ফেসবুক প্রোফাইলের পোস্ট শেয়ার করেছিলেন নিজের অ্যাকাউন্ট থেকে। সেখানে জানা গিয়েছে, ‘আমি ঝুমা’ ওরফে ঝুমা ঘোষ আসলে রিঙ্কু মজুমদারের অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী। তাঁর পোস্টের সূত্রেই উঠে আসে, সৃঞ্জয় এর সঙ্গে তাঁর বান্ধবীর সম্পর্কের জটিলতার একটি তত্ত্ব। তিনি দাবি করেছিলেন, “প্রীতম আইটি সেক্টরে কর্মরত এক মহিলার সঙ্গে দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে ছিলেন। এবং ওই মহিলা তাঁকে আর্থিক সুবিধার জন্য ব্যবহার করতেন। রিঙ্কু মজুমদার ওই তরুণীকে তাঁর ছেলেকে বিয়ে করার প্রস্তাব জানালেও ওই তরুণী তাঁর ছেলেকে বিয়ে করার ব্যাপারে রাজি ছিলেন না। উল্টে ওই তরুণী রিঙ্কুর ছেলের ওপর অত্যাচার চালাতেন।

আরও পড়ুন: ড্রাগের সমস্যা, অত্যাচার করত প্রেমিকা! রিঙ্কু পুত্রর মৃত্যু নিয়ে মুখ খুললেন দিলীপ, কুণাল

যদিও সৃঞ্জয় এর মৃত্যুর ঘটনা প্রথম এই রমণীই রিঙ্কু মজুমদারকে জানিয়েছিলেন। এমনকি সারাদিন সেদিন রিঙ্কু মজুমদারের সঙ্গেই ছিলেন। কিন্তু গোটা ঘটনায় যে সৃঞ্জয়ের বান্ধবীর দিকে আঙুল উঠছে সেই নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। তবে ছেলের মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছেন রিঙ্কু, তিনি জানান, ‘‘আমার বিয়ের পর ও ‘আপসেট’ থাকত। মনখারাপ ছিল ওর। আমাকে বলত না। কিন্তু বুঝতে পেরেছিলাম।’’ তিনি আরও বলেন, ‘‘আমি সবে সিদ্ধান্ত করেছিলাম দিলীপের সঙ্গে কথা বলব। উনি ব্যস্ত ছিলেন। আমি এটাই বলতাম যে, ‘দেখো, ছেলেকে আমার কাছে নিয়ে আসব। না-হলে আমি ছেলের কাছে গিয়ে থাকব।’

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join