বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার রাতে হঠাৎ করেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন মাননীয় শ্রী জগদীপ ধনখড়। আর এরপর থেকেই তাঁর ইস্তফার কারণ প্রসঙ্গে একাধিক প্রশ্ন উত্থাপিত হওয়ার পাশাপাশি প্রশ্ন উঠছে, জগদীপের পর এবার কোন যোগ্য ব্যক্তিকে উপরাষ্ট্রপতির আসনে বসানো হবে? সেই দৌড়ে কারাই বা এগিয়ে?
জগদীপের বিকল্প মুখ হওয়ার দৌড়ে এগিয়ে অনেকেই
প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের রাজনৈতিক ইনিংস শুরু হয় 1989 সালে। প্রথমবারের মতো জনতা দল থেকে নিজের রাজনৈতিক ভিত শক্ত করেছিলেন তিনি। এরপর 1990 সালে রাজস্থানের হাইকোর্টের পক্ষ থেকে তাকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মনোনীত করা হয়।
পরবর্তীতে নিজের রাজনৈতিক দক্ষতাকে কাজে লাগিয়ে রাজস্থানের ঝুনঝুন থেকে লোকসভা নির্বাচনে লড়েন এবং জয়ী হন জগদীপ। সেই সময়ে কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেয়েছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় কংগ্রেসে কাটিয়েছেন জগদীপ। তবে শেষ পর্যন্ত 2003 সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন এই ভারতীয় রাজনীতিক।
এরপর একে একে তাঁর সাফল্যের পথ চলা প্রায় সকলেরই জানা। শেষবারের মতো পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতির পদ পেয়েছিলেন জগদীপ। যদিও তা নিয়ে ঘোর আপত্তি ছিল বিরোধীদের। প্রাক্তন উপরাষ্ট্রপতিকে তাঁর আসন থেকে সরানোর কম চেষ্টা করেননি বিরোধী পক্ষ! বেশ কয়েকবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনা হয়েছিল।
আর এসবের মাঝেই হঠাৎ গতকাল অর্থাৎ সোমবার রাতে শারীরিক অসুস্থতাকে কারণ করেই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ। মঙ্গলবার তা মঞ্জুরও হয়ে যায় রাষ্ট্রপতির হাত ধরে। তবে বিদায়ী উপরাষ্ট্রপতিকে নিয়ে আলোচনার মাঝেই প্রশ্ন উঠে আসছে, এবার ওই ফাঁকা আসনে বসবে কে?
আপাতত রিপোর্ট যা বলছে, ভবিষ্যৎ উপরাষ্ট্রপতি হিসেবে বেশ কয়েকটি নাম নিয়ে চলছে জোর আলোচনা। সেই তালিকায় রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও। হ্যাঁ, বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। তাছাড়াও মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ কিন্তু জোটে রয়েছে। ফলত, স্বাভাবিকভাবেই তাঁর নাম উঠে আসবে।
অভিজ্ঞ রাজনীতিবিদদের অনেকেই মনে করছেন, বিহারের নির্বাচনের আগেই উপরাষ্ট্রপতির পদে বসতে পারেন নীতিশ কুমার। ইতিমধ্যেই রাজনৈতিক সাংবাদিক সমীর চৌগাঁওকর নিজের X হ্যান্ডেলে জানিয়েছেন, পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে দেখা যেতে পারে!
🚨 MASSIVE CLAIM by journalist covering BJP 🧠📢
🗳️ Nitish Kumar likely to become the next Vice President of India 🇮🇳
🔁 BJP to get its own Chief Minister in Bihar soon! ⚡
A major political shakeup could be on the horizon! 🌀#NitishKumar #VicePresident #BiharPolitics #BJP… pic.twitter.com/RAtw5nMrBE— Bharat Ki News (@BharatKiNews_) July 21, 2025
অবশ্যই পড়ুন: “দেশের সেবা করার অনেক সুযোগ পেয়েছেন”, প্রাক্তন উপরাষ্ট্রপতিকে বার্তা প্রধানমন্ত্রী মোদির
বিশেষজ্ঞদের মত অনুযায়ী, নীতিশ কুমার ছাড়াও উপরাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা রয়েছে কংগ্রেস সাংসদ শশী তারুরের। একই সাথে জেডিইউ সাংসদ হরিবংশ নারায়ণ সিংকেও উপরাষ্ট্রপতির পদের জন্য যোগ্য বলে মনে করছেন অনেকেই। শুধু তাই নয়, নাম উঠে আসছে নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমারেরও।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |