মাথাভাঙ্গায় বাড়ির মন্দিরে বসানো হল মোদীর মূর্তি, হবে পুজোও! শপথ ভাত, রুটি না খাওয়ার

Published on:

mathabhanga modi murti

সহেলি মিত্র, কলকাতাঃ ১৭ সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিন। গোটা দেশজুড়ে বহু মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে তোলেন এবং তাঁর জন্মদিন পালন করেন। তবে মোদীর জন্মদিন উপলক্ষে বাংলার এক ব্যক্তি যা করলেন তা সকলকে চমকে দিয়েছে। নিজের বাড়িতে সেই ব্যক্তি প্রধানমন্ত্রীর মূর্তি বসালেন। সেইসঙ্গে সেই মূর্তির পুজো অবধি করলেন। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।

মন্দিরে মোদীর মূর্তি বসালেন ব্যক্তি

গতকাল মাথাভাঙ্গায় (Mathabhanga) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূর্তি মাথায় নিয়ে তেরঙ্গা যাত্রা হয়। সেইসঙ্গে ৭৫ কেজির ওজনের কেক কেটে জন্মদিন পালন করা হয় মোদীর। এদিন মাথাভাঙ্গা ২ ব্লকের দোলং মোড় থেকে তেরঙ্গা যাত্রা করেন মানুষ। তবে সবার নজর কেড়েছেন প্রফুল্ল বর্মন। পেশায় রাঁধুনি প্রফুল্ল বর্মণ জানান, ‘যতদিন না আমি নরেন্দ্র মোদী বাবারর চরণ দর্শন পাই না, ততদিন আমি ভাত, রুটি খাবো না। যতদিন না ওনার চরণে আমি আমার কপাল লাগাচ্ছি না, আমি ভাত, রুটি খাব না, এটাই আমার শপথ।’

মোদীর মূর্তি সহযোগে প্রথমে মাথাভাঙ্গার হিন্দুস্তান মোড় থেকে তেরঙ্গা যাত্রা করা হয়। এরপর সেই মূর্তিটি প্রফুল্ল বর্মণের বাড়িতে তৈরি করা মন্দিরে রাখা হয়। সেখানেই কাটা হয় ৭৫ কেজি ওজনের কেক। বেশ মহাসমারোহের সঙ্গে পালন করা হয় মোদীর জন্মদিন। ইতিমধ্যে সেই ভিডিও সামাজিক মাধ্যমে বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে। ওই ব্যক্তির বাড়িতে হাজির ছিলেন মাথাভাঙ্গা এবং শীতলকুচির বিধায়ক সুশীল বর্মন এবং বরেন বর্মন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে ঘিরে সাজো সাজো রব ছিল পারডুবি এলাকায়।

ভাইরাল ভিডিও

এদিন তাঁর বাড়ির সামনে ছিল ভারতীয় সেনার পোস্টার থেকে শুরু করে ‘অপারেশন সিদুর’-এর ছবি। তাঁর বাড়িতে রীতিমতো জাঁকজমকভাবে পালন করা হয় জন্মদিন। হাজির ছিলেন বহু অতিথিও।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥