বাংলাদেশের বাসিন্দা হয়েও প্রতি মাসে রেশন কার্ডে পাচ্ছেন সামগ্রী! পূর্ব বর্ধমানে শোরগোল

Published on:

Fake Voter

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর নির্বাচন শুরু। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুয়ো ভোটারদের নির্বাচনের তালিকা থেকে বাদ দিতে মাঠে নেমেছে শাসকদল। এদিকে দিন কে দিন জেলায় জেলায় যেন ভোটার তালিকায় ভূতের উপদ্রব (Fake Voter) বেড়েই চলেছে। কিছুদিন আগেই তৃণমূল নেত্রী শেফালি খাতুনের নাম ভোটার তালিকায় দুই জায়গায় পাওয়া গিয়েছিল। কালীগঞ্জ পঞ্চায়েতের পাশাপাশি নাকাশিপাড়া বিধানসভার পালিতবেঘিয়া গ্রাম পঞ্চায়েতেও ওঠে তাঁর নাম। পরে যদিও নির্বাচন কমিশনের দৌলতে এক জায়গার নাম কাঁটা হয়ে। আর এই আবহে এবার পূর্ব বর্ধমানে তেমনই এক ভুয়ো বাংলাদেশী ভোটারের খোঁজ পাওয়া গেল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বাংলার রেশন ভোগ!

সূত্রের খবর, ভৃগুরাম দাস নামের এক ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা হয়েও তাঁর নাম এবার দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়। শুধু তাই নয় তাঁর নাম বাংলার ভোটার তালিকায় থাকার পাশাপাশি রয়েছে রেশন কার্ডেও। প্রতি মাসে রেশন উঠছে তাঁর নামে। এদিকে একই সুবিধা পাচ্ছে বাংলাদেশ সরকারের তরফ থেকে। জানা গিয়েছে বাংলাদেশে থেকেও প্রতিমাসে তিন কেজি চাল ও ২ কেজি আটা পান ভৃগুরাম। তবে এবার ভৃগুরাম দাস এর ছেলের বক্তব্য তাঁর বাবা এবার রেশন কার্ড থেকে নাম কাটার জন্য আবেদন করবেন। একই অভিযোগ রেশন ডিলার দিলীপ ঘোষের। তিনি জানিয়েছেন খুব শীঘ্রই ভৃগুরাম দাস এবং তাঁর পরিবারের বিরুদ্ধে খাদ্য দপ্তরকে অভিযোগ জানাবেন। 

মিলেছে ভুতুড়ে ভোটারের হদিশ

এই প্রসঙ্গে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় ক্ষুব্ধতা প্রকাশ করেন। বিধায়ক জানিয়েছেন, বাংলাদেশের বাসিন্দার রেশন কার্ডের বিষয়টি তিনি রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে জানাবেন। যদিও এখনও বিজেপির কোনো প্রতিক্রিয়া মেলেনি এই ঘটনাকে কেন্দ্র করে। অন্যদিকে আরামবাগেও মিলল ভুতুড়ে ভোটারের হদিশ। স্থানীয়দের দাবি, তালিকায় এই এলাকা থেকে এমন বেশ কিছু ভোটারের নাম রয়েছে, যাদের কোনও অস্তিত্বই নেই। এছাড়াও উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২০ নম্বর বুথে মিলেছে ভুয়ো ভোটারের নাম।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ আদালতের নির্দেশ, রোজভ্যালির টাকা ফেরাচ্ছে ED, কীভাবে আপবেন আপনি?

তবে রাজ্যে শুধু ভুয়ো ভোটারের তাণ্ডব চলছে তা নয় তার সঙ্গে রয়েছে জাল পাসপোর্টের তাণ্ডব। ইতিমধ্যেই শিয়ালদা স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করল ভদ্রেশ্বর থানার পুলিশ। ধৃত ত্রিদীপ মণ্ডল বাগুইআটির জ্যাংড়ার বাসিন্দা। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে জানুয়ারিতে ৩ জনকে গ্রেফতার করে চন্দননগর কমিশনারেট। পুলিশ সূত্রে জানা গিয়েছে একই আধার নম্বর দিয়ে বারবার পাসপোর্টের জন্য আবেদন করা হত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group