হাড়োয়া আসনে প্রয়াত সাংসদের পুত্র, উপনির্বাচনের ৬ প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের, দেখুন লিস্ট

Published on:

trinamool congress

শ্বেতা মিত্র, কলকাতাঃ লোকসভা ভোট মিটতে না মিটতেই নতুন করে দেশজুড়ে ভোটে দামামা বেজে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের ভোটপর্ব হওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে বাংলায় ছয়টি আসনেও আবার উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। ফলে বিভিন্ন রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালড্যাংড়া আসনে ১৩ নভেম্বর ভোটগ্রহণ হবে। গণনা হবে ২৩ নভেম্বর। এদিকে আসন্ন এই ভোটকে পাখির চোখ করে প্রার্থী তালিকায় বড় চমক দিল তৃণমূল। আজ রবিবার হাড়োয়া সহ সবকটা আসনে প্রার্থীর নাম ঘোষণা করল দল। এই আসনগুলোতে তৃণমূল কাকে প্রার্থী করেছে জানেন? না জানা থাকলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

৬ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের – Trinamool Congress Candidates List

WhatsApp Community Join Now

তৃণমূলের তরফে এই বিষয়ে তালিকা প্রকাশ করা হয়েছে। আর তালিকা অনুযায়ী, সিতাই আসনে সঙ্গীতা রায়, মাদারিহাট থেকে জয়প্রকাশ টোপ্পো, তালডাংরা থেকে ফাল্গুনী সিংহবাবু, মেদিনীপুর থেকে সুজয় হাজরা, হাড়োয়া থেকে শেখ রবিউল ইসলাম এবং নৈহাটি থেকে সনৎ দে এর নাম ঘোষণা করা হয়েছে। জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার পদত্যাগের কারণে সিতাই আসনে উপনির্বাচন হচ্ছে, অন্যদিকে মনোজ টিগ্গার পদত্যাগের কারণে মাদারিহাট আসনটি শূন্য হয়েছে। একইভাবে জুন মালিয়া পদত্যাগ করায় মেদিনীপুর আসন এবং অরূপ চক্রবর্তীর ইস্তফায় তালডাংরা আসন শূন্য হয়।

হাড়োয়া আসনে চমক

সবথেকে বড় কথা, হাড়োয়া আসনে বড়সড় চমক দিয়েছে তৃণমূল। বসিরহাটের প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের পদত্যাগের কারণে খালি হওয়া এই বিধানসভার আসনে দাবিদার ছিলেন অনেকেই। যেহেতু বসিরহাট লোকসভায় জয়ী হয়েছিলেন তিনি, তাই বিধায়ক পদ ছেড়েছিলেন। এদিকে সেই আসনে প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন প্রয়াত সাংসদের বড় ছেলে আনারুল ইসলাম এবং মেজো ছেলে রবিউল ইসলাম। এই আসনে প্রার্থী কে হবে তা নিয়ে টানাপোড়েন চলছিল। যদিও এবার এই আসনে রবিউলকেই প্রার্থী হিসাবে বেছে নিল শাসক দল।

সঙ্গে থাকুন ➥