‘আমাকে শাস্তি দিন, তাও দলে নিন!’ ‘১২০ কোটির দুর্নীতিতে অভিযুক্ত’ কে এই স্বপন সাহা?

Published:

Mamata Banerjee
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: গত শনিবার রাতে লাগাতার বৃষ্টির জেরে একরাতের দুর্যোগে বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গে। আর সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তাই সোমবারই উত্তরবঙ্গে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি প্রথমেই পৌঁছে গিয়েছিলেন নাগরাকাটায়। সেখানে গিয়ে বামনডাঙ্গা চা বাগানে মৃতদের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। কথা বলেন বন্যাদুর্গতদের সঙ্গে। আর সেই সময়ই দলের এক প্রাক্তন কর্মী দলে ফিরে আসার আকুতি মিনতি করেন।

দলে ফেরার জন্য কাকুতি মিনতি দাপুটে নেতার

ভিডিওতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে দলে ফিরিয়ে নেওয়ার জন্য আর্জি করছেন জলপাইগুড়ির মাল পুরসভার ‘১২০ কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত’ তৃণমূলের বহিষ্কৃত চেয়ারম্যান স্বপন সাহা। তাঁকে কাকুতি মিনতি করে বলতে শোনা যায়, “আমাকে শাস্তি দিন, কিন্তু দলে ফিরিয়ে নিন দিদি। একটা প্রণাম করব,” যদিও সেই অনুরোধও প্রত্যাখ্যান করেন মুখ্যমন্ত্রী নিজেই। এরপর তিনি প্রণাম করতে চাইলেও মুখ্যমন্ত্রী পাত্তা না দিয়েই সামনের দিকে হেঁটে চলে যান। আর দাপুটে প্রাক্তন নেতার এমন করুণ চিত্র দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করেছেন। এমনকি সেই সুযোগ হাতছাড়া করলেন না বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।

কটাক্ষ করলেন তরুণজ্যোতি তিওয়ারি

এদিন সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় একসময়ের দাপুটে তৃণমূল নেতা স্বপন সাহার এই কীর্তি দেখে হাস্যকর পোস্ট করলেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। তিনি কটাক্ষ করে লিখলেন যে, “ দুর্নীতির পাহাড়ে চেপে বসা লোকটাকে দল সামান্য সাসপেন্ড করেছিল, কারণ একটাই ২৫% কালীঘাটে পাঠানো হয়নি! যখন বুঝল ভুল করেছে, তখন কাট পাঠানো হল ঠিকঠাক, আর আইনি ব্যবস্থা? সেটাও উধাও! এক আইনজীবী ৩০ জায়গায় চিঠি দিয়ে অভিযোগ করলেন, তাতেই নাটকীয় সাসপেনশন। এমনকি জেলা সভানেত্রী মহুয়া গোপ যিনি নিজেই প্রাথমিক টেট দুর্নীতির নায়িকা তিনি বললেন দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। এ যেন তৃণমূলের নতুন নৈতিকতা।” যদিও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি শাসকদল।

আরও পড়ুন: বিজয়া সম্মিলনীতে নেই খোদ মন্ত্রী! মন্তেশ্বরে আর কী টিকিট পাবেন না সিদিকুল্লাহ? জোর গুঞ্জন

কে এই স্বপন সাহা?

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ১২০ কোটি টাকার আর্থিক দুর্নীতির দায়ে তৃণমূল থেকে বহিষ্কার করা হয় জলপাইগুড়ির মাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের বহিষ্কৃত নেতা স্বপন সাহাকে। পরবর্তীতে বিভিন্ন টালবাহানার পর চলতি বছরের জানুয়ারির শেষদিকে মাল পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তিনি। তুলে নেওয়া হয় তার নিরাপত্তা। এরপর উত্তরবঙ্গের দুর্যোগপূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী নাগরাকাটায় গেলে সেই সময় তবে সঙ্গে দেখা করতে সেখানে আগে থেকেই উপস্থিত হন তৃণমূলের বহিষ্কৃত নেতা স্বপন সাহা। আর তারপরেই তৈরী হয় এই নাটকীয় মুহূর্ত।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join