প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে ভারতে ৭ টি অভ্যন্তরীণ বিমান সংস্থা রয়েছে। ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, গোফার্স্ট আকাসা এয়ার এবং এয়ার ইন্ডিয়া (Air India)। এই সকল সংস্থার বিমান পরিষেবা প্রশংসনীয় হলেও কিছু কিছু ক্ষেত্রে এই পরিষেবা নিয়ে বিস্তর সমালোচনা এবং বিতর্ক ওঠে। সম্প্রতি এমনই একটি ঘটনা ফের দেখা গেল। আর এবার এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে সেই বিতর্ক তুলে ধরল তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন।
ঘটনাটি কী?
তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন সম্প্রতি এয়ার ইন্ডিয়ার মুম্বই থেকে কলকাতাগামী বিমানে ফিরছিলেন। তাঁর সিট নম্বর 15D। কিন্তু ফেরার সময় দেখা যায় তাঁর একই সিটের বোর্ডিং পাস আরও ১ জনকে দেওয়া হয়েছে। যার ফলে বোর্ডিং পাস থাকা সত্ত্বেও বসার জায়গা না পাওয়ার অভিযোগ তুলল তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। রীতিমত গোটা রাস্তা তাঁকে দাঁড়িয়ে যেতে হয়েছে। এমনটাই ফেসবুকে লাইভ করে জানালেন শান্তনু সেন। সেই লাইভে সরাসরি এয়ার ইন্ডিয়া ও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে তীব্র আক্রমণ করলেন শান্তনু সেন।
ওয়ার্নার এর বিস্ফোরক পোস্ট
শুধু শান্তনু সেন নয়, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে আরও এক বিস্ফোরক অভিযোগ আনল অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। জানা গিয়েছে, এদিন এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে যাওয়ার কথা ছিল ওয়ার্নারের। কিন্তু যেই বিমানে ওয়ার্নার-সহ যাত্রীরা উঠেছিলেন, সেখানে কোনও পাইলটই ছিলেন না। তার ফলে উড়ান ছাড়তে অনেক দেরি হয়ে যায়। নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। এক্স হ্যান্ডেলে ক্ষুব্ধতা প্রকাশ করেন তিনি। জানান যে, “আমরা বিমানে উঠে পড়লাম, তারপর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হল পাইলটের জন্য। আপনারা পাইলটবিহীন উড়ানে কেন যাত্রীদের বসান?” পোস্টে এয়ার ইন্ডিয়াকে ট্যাগও করেন ওয়ার্নার।
আরও পড়ুনঃ ট্রেন মিস হলে ওই টিকিটেই চাপা যাবে অন্য ট্রেনে, নিয়ম জানাল ভারতীয় রেল
এদিকে গত শুক্রবার, দিল্লি থেকে লখনৌগামী ফ্লাইটে এক যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। বিমান অবতরণের পরই দেখা যায় আসনে বসে থাকা অবস্থাতেই মৃত্যু হয়েছে এক যাত্রীর। মৃত যাত্রীর নাম আসিফুল্লা আনসারি। এয়ার ইন্ডিয়া ফ্লাইট নম্বর AI2845-এর যাত্রী ছিলেন তিনি। জানা গিয়েছে বিমানটি অবতরণের পর থেকেই ফ্লাইট থেকে সবাই নেমে যাওয়ার পর ক্রু মেম্বাররা দেখেন এক যাত্রী তখনও আসনে বসে আছে। তাঁকে ডাকলেও কোনও সাড়া মেলেনি। সঙ্গে সঙ্গে বিমানে থাকা চিকিৎসক যাত্রীকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। অনুমান করা হচ্ছে, আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ওঁর মৃত্যু হয়েছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।