প্রীতি পোদ্দার, কলকাতা: আরজি কর, কসবা একের পর এক ধর্ষণকাণ্ডের ঘটনায় রীতিমত নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এদিকে সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই নিজেদের ইমেজ বাঁচাতে এখন থেকেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পথে হাঁটতে চলেছে মমতা সরকার। আর এই আবহে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূলের এক নেতার বিরুদ্ধে। ঘটনাটিকে ঘিরে তৈরি হয়েছে এক চাঞ্চল্যকর পরিস্থিতি
বিরোধী নেতার অভিযোগ!
বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির দাবি, বাঁশদ্রোণীর বিদ্যাসাগর পার্কের বাসিন্দা তথা তৃণমূল নেতার বিরুদ্ধে উঠে এল ধর্ষণের অভিযোগ, তাও আবার নিজের মেয়েকে। ১৩ বছরের নির্যাতিতা মেয়েটি তার মাকে সম্পূর্ণ ঘটনা জানালেও তিনি নাকি প্রথমে কোন গুরুত্ব দেননি। এদিকে নির্যাতিতার সঙ্গে দিনের পর দিন এই ঘটনা ঘটতে থাকায় একদিন স্কুলে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি স্কুলের পক্ষ থেকে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই পুরো ঘটনা প্রকাশ্যে আসে।
এটা শুধুমাত্র একটা ঘটনা নয়, এটা একটা সমাজের পচনের দলিল।
দক্ষিণ কলকাতার এক তথাকথিত তৃণমূল নেতা—নিজের ১৩ বছরের মেয়ের সঙ্গে লাগাতার পাশবিকতা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্কুলে অসুস্থ হয়ে পড়া মেয়েটি শেষমেশ নিজের জীবনের গল্প বলতে বাধ্য হয়। মা চুপ, পরিবার চুপ। প্রতিবাদ এসেছে… pic.twitter.com/epeeztrxWp— Tarunjyoti Tewari (@tjt4002) July 24, 2025
গ্রেপ্তার তৃণমূল নেতাকে
বামেদের মুখপত্র গণশক্তিতেও একই দাবি করা হয়েছে। গণশক্তির রিপোর্ট অনুযায়ী, শেষে ছাত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে স্কুলের পক্ষ থেকে বাঁশদ্রোণী থানায় অভিযোগ জানানো হয়। আর সেই অভিযোগের ভিত্তিতে এবার বাঁশদ্রোণীর সেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপি নেতা তরুণজ্যোতির আরও অভিযোগ, ধর্ষণের এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এক কাউন্সিলর নাকি প্রচন্ড চাপ সৃষ্টি করেছে। তাই এবার এই ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষকে কন্ঠ ছাড়ার অনুরোধ করা হয়েছে। এবং বলেছেন, “যদি এখনও চোখ না খুলে থাকেন, এবার খুলুন। না হলে এই নরকের রাস্তা আর কেউ আটকাতে পারবে না।”
আরও পড়ুন: গেরুয়া গেঞ্জি পরিহিত ওটা কে! ঘোষবাবুর কুকীর্তির ভাইরাল ভিডিও, শোরগোল বাংলায়
বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কমেন্ট বক্সে উপচে পড়েছে একাধিক কটাক্ষ। নেটিজেনদের একাংশ যেখানে এক্ষেত্রে বিজেপিকে সমর্থন করছে ঠিক অন্যদিকে আরও এক দল শাসকদল তৃণমূল কংগ্রেসকে ক্রমাগত সমর্থন করছে। অনেকেই বলছেন যোগী রাজ্য সহ একাধিক বিজেপি রাজ্যে, দিনের পর দিন ধর্ষণের পরিমাণ বেড়েই চলেছে, সেখানে কেন তবে কোনো রকম পদক্ষেপ হয় না? যদিও সেই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |