ঝাউগাছ, ম্যানগ্রোভও চুরি! পাথরপ্রতিমায় তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Published:

Pathar Pratima
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: সুন্দরবনে প্রাকৃতিক সম্পদ রক্ষা করার জন্য লাগাতার সরকারি প্রচার চালিয়ে আসছে প্রশাসন। পাশাপাশি রয়েছে বন দফতরের কড়া নজরদারি। কিন্তু সে সবের পরেও রক্ষা পাচ্ছে না সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ। লুকিয়ে লুকিয়ে ধ্বংস করে ফেলা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। কেটে ফেলা হচ্ছে বিঘের পর বিঘে জমির গাছ। আর এবার ঝাউ এবং ম্যানগ্রোভ গাছ কেটে ফেলার অভিযোগ উঠল পাথর প্রতিমার (Pathar Pratima) তৃণমূলের এক নেতার বিরুদ্ধে।

গাছ কেটে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ঘূর্ণিঝড়ের হাত থেকে বাংলাকে রক্ষা করতে সুন্দরবন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নানা ঝড়-ঝাপটায় অন্যতম রক্ষাকবচ হল এই ম্যানগ্রোভ। কিন্তু সেই রক্ষাকবচকেই যদি কাটা হয়, তাহলে আগামী দিনে বড় বিপদের মুখে পড়তে চলেছে সাধারণ মানুষ। তাই যে কাজের জন্যই হোক না কেন, এভাবে গাছ কাটা অনুচিত বলে মনে করা হয়। কিন্তু সেই ভাবনা মানলেন না শাসকদলের একাংশ। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, কিছুদিন আগেই, পাথরপ্রতিমার গোবর্ধনপুরে বাঁধের ওপর ঝাউগাছ ও ম্যানগ্রোভ লাগিয়েছিল বন দফতর। কিন্তু টাকা লাভের আশায় কয়েকদিনের মধ্যেই প্রায় ২৭০টি ঝাউগাছ কেটে নেওয়া হয়েছে। তাতেই ক্ষুব্ধ সকলে।

কঠোর শাস্তির দাবি স্থানীয়দের

এদিন রাতারাতি পরিকল্পনা করে পাথরপ্রতিমায় বঙ্গোপসাগর লাগোয়া বাঁধে ম্যানগ্রোভ ও ঝাউগাছ কেটে বিক্রির অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। মদতপুষ্ট কিছু নেতার আদেশেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছিল। শেষে ম্যানগ্রোভ কেটে বিক্রির অভিযোগ গর্জে ওঠে স্থানীয়রা। কাটা গাছ আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। শুধু তাই নয় সরাসরি তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে বন দফতরের কাছে অভিযোগ জানান তাঁরা। গ্রামবাসীরা জানিয়েছেন, গাছ কাটার পর নাকি ফাঁকা সেই জমিতে মাছের ভেড়ি এবং বেআইনি নির্মাণকাজ চলছে। কোথাও কোথাও দখল হওয়া জায়গা বেআইনি ভাবে চড়া দামে বিক্রি করে দেওয়ার অভিযোগও উঠেছে। তাই দোষীদের কঠোর শাস্তির আর্জি জানান তাঁরা।

আরও পড়ুন: নিরঞ্জন যাত্রার বদলে প্রতিবাদ, ভাসানেও চমক দেখাবে সজল ঘোষের পুজো

প্রসঙ্গত, সুন্দরবন জুড়ে চলতে থাকা এই ‘কাজকর্ম’ নিয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলিও। জঙ্গল ও ম্যানগ্রোভ বাঁচিয়ে রাখতে আন্দোলনে নেমেছেন অনেকে। অধিকাংশই সরাসরি শাসকদল তৃণমূলের দিকে আঙুল তুলছে। প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী তথা সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়েরও একই অভিযোগ। তিনি বলেন, ‘‘ম্যানগ্রোভ কেটে সুন্দরবন ফাঁকা করে দিচ্ছে মাফিয়ারা। প্রতিনিয়ত এদেরকে মদত দিয়ে চলেছেন স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতারা। প্রশাসনকে বহু বার জানিয়েছি। কিন্তু কেউই গুরুত্ব দিতে চাইছেন না।’’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join