কাটমানি না দেওয়ায় ভরতপুরে আবাস থেকে নাম কাটলেন তৃণমূল প্রধানের স্বামী!

Published:

Bharatpur
Follow

প্রীতি পোদ্দার, ভরতপুর: বাংলার আবাস যোজনায় প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অনেক আগেই উঠেছিল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কেন্দ্রের থেকে পাঠানো টাকা নয়ছয় করার অভিযোগও তুলেছিল বিজেপি। বাদ যায়নি কাটমানির অভিযোগও। এবার সেই অভিযোগ আরও একবার উঠে এল ভরতপুর (Bharatpur) পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। আবাসের জন্য কাটমানি না দেওয়ায় এবার বাড়ি নির্মাণের কাজ মাঝপথে বন্ধ করলেন তিনি। আর সেই খবর প্রকাশ্যে আসতেই মহা শোরগোল মুর্শিদাবাদের ভরতপুরে।

আবাস প্রকল্পে কাটমানির অভিযোগ

প্রধানমন্ত্রী আবাস যোজনায় গুচ্ছ-গুচ্ছ দুর্নীতির অভিযোগ আগেই এসেছিল। সেই অভিযোগের জেরে বাংলায় এই প্রকল্পের টাকা পাঠানো বন্ধ করে দেয় কেন্দ্র। টাকার জন্য বহুবার সংগ্রাম করেছে তৃণমূল। শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এই বাড়ির টাকা তিনি নিজেই দেবেন। প্রকল্পের নাম রাখেন ‘বাংলার বাড়ি’। এবার সেখান থেকেও তাঁরই দলের কর্মীর বিরুদ্ধে উঠে এল মারাত্মক অভিযোগ। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, মুর্শিদাবাদের ভরতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা মণ্ডলের স্বামী কালিকুমার মণ্ডল সরাসরি আবাস উপভোক্তা নুর হোসেনের থেকে ২০ হাজার টাকা দেওয়ার দাবি করেন। এদিকে টাকা না দেওয়ায় তালিকা থেকে সরাসরি নাম বাদ দিয়ে দেওয়া হয়।

ক্ষুব্ধ আবাস উপভোক্তার পরিবার

স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েতের প্রধান অনিতা মণ্ডল হলেও বরাবর অফিসের সমস্ত দলীয় কাজকর্ম দেখাশোনা করে থাকেন তার স্বামী কালিকুমার মণ্ডল। স্বাক্ষরও পর্যন্ত করেন তিনি। যদিও এই সমস্ত ঘটনা ব্লক অফিসারের জানা কিন্তু তবুও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তারা। নুর হোসেনের পরিবারের দাবি, মাঠের পাশে মাটির ঘরে বাস করতে হয়, রোজগার কোনোদিন হয় তো কোনদিন হয় না, খুবই কষ্ট করে দিন চালাতে হয়। বৃষ্টি হলে জল জমে যায় আর সেই জলের মধ্যেই বসবাস করতে হয় তাদের। সেই কারণে আবাস যোজনার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু সেই আবেদন শেষ মুহূর্তে খারিজ করে দেওয়া হয় টাকা দিতে না পারায়।

আরও পড়ুন: ডোমকলে পুলিশের গাড়িতে ব্যবসায়ী অপহরণ! বিরাট কীর্তি সিভিক ভলান্টিয়ারের, গ্রেফতার ৮

এর আগেও পলাশীর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একইভাবে আবাস যোজনার ক্ষেত্রে কাটমানির অভিযোগ উঠেছিল। সেখানকার বাসিন্দা চন্দনা সর্দার শারীরিকভাবে অক্ষম থাকায় এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করে। তাঁর অভিযোগ, ‘বাংলা আবাস যোজনা’ ঘরের টাকা অ্যাকাউন্টে ঢোকার পর এলাকার পঞ্চায়েত প্রধান রুমা দাসের স্বামী সমর দাস তাঁর কাছ থেকে জোর করে সাত হাজার টাকা হাতিয়ে নেন, পরে আরও কুড়ি হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ। এরপরই চন্দনা কালীগঞ্জ ব্লক আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join