শ্বেতা মিত্র, হাওড়াঃ উপনির্বাচন হতে না হতেই বাংলায় বড় দুর্ঘটনা ঘটে গেল। আসলে এবার বিরাট দুর্ঘটনার কবলে তৃণমূলের বিধায়কের গাড়ি। যত দূর জানা যাচ্ছে, গাড়ি দুর্ঘটনায়ে এখনো অবধি দুজনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন হাসপাতালে ভর্তি, যারা কিনা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এখন নিশ্চয়ই ভাবছেন কোন নেতার সঙ্গে এমন ঘটনা ঘটেছে? তাহলে জানিয়ে রাখি, তিনি হলেন দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা।
দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি
সূত্রের খবর, শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফোরশোর রোডে মর্মান্তিক এই পথদুর্ঘটনা ঘটে। এই গাড়িটি শাসক দলের নেতার ছিল। যদিও নাকি দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না বলেই খবর। তবে ছিলেন পাঁচ যাত্রী। তাঁদের মধ্যেই দু’জনের মৃত্যু হয়েছে। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে।
কীভাবে দুর্ঘটনাটি ঘটল?
সূত্রের খবর, গিয়াসউদ্দিনের গাড়িটি চালাচ্ছিলেন তাঁর চালক মহম্মদ মোস্তাক খান (২৫)। মোস্তাকের বাড়ি কলকাতার ওয়াটগঞ্জে। সূত্রের খবর, মোস্তাক আত্মীয়দের নিয়ে বাঁকড়ায় এসেছিলেন। সেখান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, যে সময় ঘটনাটি ঘটে সেই সময় তীব্র গতিতে ছিল গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি ট্রেলারে ধাক্কা মারে। ঘটনার তীব্রতা এতটাই ছিল যে সকলেই টাল সামলাতে না পেরে দুর্ঘটনার মুখে পড়েন।
এই ঘটনায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের, এছাড়া বাকি তিনজনের অবস্থা আরো আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। এখানে ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |