প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। কিন্তু এই SIR শুরু হওয়ার অনেক আগে থেকেই এর বিরোধিতা করে আসছে তৃণমূল কংগ্রেসে। পাল্টা তৃণমূল কংগ্রেসের নেতাদের ব্লক লেভেল অফিসার বা BLO হিসেবে নিয়োগ করা নিয়ে বিস্ফোরক অভিযোগ করে চলেছে অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার সেই প্রমাণ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছিল। এবার এই অভিযোগকে মাথা পেতে নিল টাকির (Taki) এক তৃণমূল কর্মী।
BLO হিসেবে নিযুক্ত তৃণমূল নেতা
রিপোর্ট মোতাবেক, টাকি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ২৭০ নম্বর পার্টের বিএলও হিসাবে নিযুক্ত হয়েছেন বুথ কমিটির মেম্বার তথা স্থানীয় তৃণমূল নেতা গৌতম মণ্ডল। তিনি আসলে হাসনাবাদ ব্লকের ন’পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। যেখানে বিরোধী দলের একাংশ অভিযোগ তুলছে যে তৃণমূল নিজেদের দলের কর্মীকে BLO হিসেবে পাঠাচ্ছে, সেখানে সেই কথা এবার নিজের মুখে স্বীকার করলেন সেই তৃণমূল নেতা গৌতম মণ্ডল। তিনি বলেন, “নির্বাচন কমিশন থেকে ঠিক করে দিয়েছে বলেই আমি কাজ পেয়েছি। তবে আমি বরাবরই তৃণমূলের সক্রিয় কর্মী, বুথ কমিটি, ওয়ার্ড কমিটিতেও আছি আমি। এখন যদি কমিশন মনে করে আমাকে বিএলও-র কাজ থেকে বাদ দেবে তাহলে তাই হোক।”
BLO-র দায়িত্ব নিয়ে প্রশ্ন বিজেপির
টাকি পৌরসভার স্থানীয় তৃণমূল নেতা গৌতম মণ্ডলের স্বীকারোক্তি নিয়ে কটাক্ষ করলেন বিজেপির জেলা কমিটির সহ-সভাপতি প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, “নিয়ম অনুযায়ী কোন দলের সক্রিয় কর্মী বা নেতা BLO হতে পারবেন না। এ ক্ষেত্রে উনি কী করে দায়িত্ব পেলেন বুঝতে পারছি না।” উল্লেখ্য কিছুদিন আগে হুগলির চন্ডীতলা দু’নম্বর ব্লকে ২৮৯ নম্বর বুথে বিএলও হিসাবে দেখা যায় তৃণমল নেতা খগেন সমাদ্দারকে এবং ২৮৯ নম্বর বুথের বিএলও হিসাবে দেখা যায় আরেক তৃণমূল নেতা দেবাশিস সরকারকে। সেই সময় এই নিয়ে অভিযোগ তুলেছিল বিজেপি নেতা কৃষ্ণেন্দু মিত্র। যদিও শাসকদল সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন: ৯০০ বার থাইল্যান্ড সফর! জাল পাসপোর্ট কাণ্ডে ED-র র্যাডারে খড়দার ব্যবসায়ী
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ মঙ্গলবার SIR এর প্রতিবাদ মিছিল করেছিল তৃণমূল কংগ্রেস। বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে শুরু হয়েছিল সেই মিছিল যা শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে। ওইদিন মিছিল শেষে বক্তৃতার সময় কেন্দ্রের বিজেপিকে রীতিমতো তুলোধোনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছিলেন তিনি।












