মমতার উল্টো সুর! মহাকুম্ভে গিয়ে যোগী প্রশাসনের ভূয়সী প্রশংসা সুজাতার

Published on:

Sujata Mondal

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০১৩ র পর ২০২৫ এ প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ (Mahakumbh 2025) মেলা। প্রথমদিন থেকেই লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটছে এই স্থানে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মহাকুম্ভ মেলা। এদিকে এই মেলা নিয়ে নিরাপত্তার কড়াকড়ি চরমে এসে ঠেকলেও দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। কখনও পুণ্যস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু হচ্ছে। তো কখনও আবার সিলিন্ডার ব্লাস্ট করে একের পর এক তাবুতে আগুন লাগছে। কিছুদিন আগে আবার দেখা গেল মহাকুম্ভের পথে ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়িতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষ। যা নিয়ে অস্থির গোটা রাজ্য রাজনীতি।

মহাকুম্ভের যাত্রাপথে একের পর এক দুর্যোগ দেখে রীতিমত ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি ক্ষুব্ধতার বশে পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে যোগীরাজ্যের মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’-এর আখ্যা দিয়েছেন। আর সেই বিস্ফারিত বক্তব্যের জেরে তীব্র নিন্দা করে এবার উত্তরপ্রদেশের বিধানসভা থেকে জবাব দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনিও পাল্টা জবাবে জানিয়েছেন যে “আমরা যখন আলোচনা করছি, তখন কুম্ভে ৫৬ কোটি ২৫ লক্ষেরও বেশি মানুষ সঙ্গমে ডুব দিয়েছেন। ভারতের আস্থা বা মহাকুম্ভের বিরুদ্ধে যারা মন্তব্য করছেন, মিথ্যা ভিডিয়ো দেখাচ্ছেন, তারা ৫৬ কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন।”

মহাকুম্ভে সুজাতা মণ্ডল

এদিকে যোগী আদিত্যনাথ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভ নিয়ে হাড্ডাহাড্ডি বিতর্কের মাঝেই দেখা গেল অন্য ছবি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মৃত্যুকুম্ভের কথা পুরোপুরি ভুলে গিয়ে বাকি পুণ্যার্থীদের মতই এবার সশরীরে প্রয়াগরাজে এসে হাজির হলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল (Sujata Mondal)। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সুজাতা মণ্ডলকে গেরুয়া রঙের শাড়িতে দেখা গিয়েছে। এবং তিনি সেই ভিডিও শুরু করার আগেই মহাকুম্ভ এবং প্রয়াগরাজের জয়ধ্বনি দিয়েছিলেন। এবং জানিয়েছিলেন ১৪৪ বছরের এই মহাকুম্ভ যোগ এর সুযোগ হাতছাড়া করতে একদমই নারাজ তিনি তাই কোনো কিছু না ভেবেই মা গঙ্গা, মা যমুনা এবং মা সরস্বতীর নাম করে বেরিয়ে পড়েছেন তিনি বাড়ি থেকে।

উত্তরপ্রদেশের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে খুশি সুজাতা

এছাড়াও সেই ভিডিওতে সুজাতা মণ্ডল উত্তরপ্রদেশের প্রশাসন ব্যবস্থার বেশ সুখ্যাতি করেছেন। তিনি জানিয়েছেন একদম নিশ্চিন্তে সকলেই যেন এই মহাকুম্ভ যোগের আশীর্বাদ পেতে প্রয়াগরাজে চলে আসে। কারণ এখানকার প্রশাসন ব্যবস্থা এবং স্থানীয় মানুষদের সহায়তায় কোনো অসুবিধা হবে না বলে তিনি জানিয়েছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তৃণমূল অন্দরে বেশ অস্বস্তি দেখা গিয়েছে। অনেকেই সমালোচনা করে জানাচ্ছেন হাটের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁড়ি ভেঙে দিল সুজাতা মণ্ডল। আবার অনেকে সন্দেহ প্রকাশ করছে যে ২৬ এর বিধানসভা নির্বাচনের আগেই না ফের দল বদল হয় সুজাতার।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥