প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেই ভোটকে নজরে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয়েছে একাধিক কর্মসূচি, যার মধ্যে অন্যতম হল ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি (Amader Para Amader Samadhan)। কিছুদিন আগে সেই শিবিরগুলির কার্যকারিতা ও মাঠপর্যায়ের বাস্তবায়ন পর্যবেক্ষণ করার জন্য সরাসরি রাজ্যের মন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার সেই দায়িত্ব পালন করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়লেন কাকদ্বীপে তৃণমূলের মহিলা ব্লক প্রেসিডেন্ট।
ভাইরাল ভিডিও
গতকাল অর্থাৎ বুধবার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে একটি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি সংক্রান্ত পোস্ট করেছিলেন। যেখানে দেখা গিয়েছে, কাকদ্বীপে তৃণমূলের মহিলা ব্লক প্রেসিডেন্ট তথা জেলা পরিষদ সদস্যা রীনা দাসের উপর প্রবল ক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই তিনি জনপ্রতিনিধি হিসেবে আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচির শিবিরে যাচ্ছিলেন। কিন্তু এলাকার মানুষ স্পষ্ট জানিয়ে দেয় যে, কোনওমতেই ওই নেত্রীকে ঢুকতে দেওয়া হবে না। এদিকে স্থানীয় বিডিও ও পুলিশ আধিকারিকরা বিক্ষোভরত জনতাকে বোঝানোর চেষ্টা করেন।
রাজ্যের দিকে দিকে সরকারি কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ এখন ‘আমাদের পাড়া থেকে তৃণমূল তাড়া’ কর্মসূচিতে পরিণত হয়েছে।
এবারের ঘটনা কাকদ্বীপের। সেখানে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি যে এলাকায় চলছিল সেখানে কাকদ্বীপের মহিলা ব্লক তৃণমূল প্রেসিডেন্ট, জেলা পরিষদ সদস্যা… pic.twitter.com/IDpjM5NSgC— Suvendu Adhikari (@SuvenduWB) September 10, 2025
কী বলছেন শুভেন্দু অধিকারী?
ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কাকদ্বীপের বিডিওকে স্পষ্ট জানিয়ে দেন যে, এই শিবিরে গ্রাম পঞ্চায়েতের প্রধান এলে কোনো ক্ষতি নেই। কিন্তু রিনা দাসকে কিছুতেই ঢুকতে দেওয়া হবে না। এদিকে বিক্ষোভের মুখে পড়ে ব্লক প্রেসিডেন্ট রিনা দাস স্কুটিতেই বসে থাকার সিদ্ধান্ত নেন। যদিও বিডিও ও পুলিশ আধিকারিকরা তাঁকে ওই এলাকা ছেড়ে চলে যেতে বলার কিছুক্ষণ পর তিনি স্কুটি ঘুরিয়ে চলে যান। আর সেই নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতা। অধিকারীবাবু এই ভিডিও পোস্ট করে লিখেছেন, “রাজ্যে সরকারি কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ এখন ‘আমাদের পাড়া থেকে তৃণমূল তাড়া’ কর্মসূচিতে পরিণত হয়েছে। এবারের ঘটনা কাকদ্বীপের। সেখানে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি যে এলাকায় চলছিল সেখানে কাকদ্বীপের মহিলা ব্লক তৃণমূল প্রেসিডেন্ট, জেলা পরিষদ সদস্যা রীনা দাসকে গ্রামবাসীরা ঢুকতেই দিল না শিবিরে।”
আরও পড়ুন: কার্তিক মহারাজের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ! পাল্টা সব্যসাচী দত্তকে জরিমানা হাইকোর্টের
বিক্ষোভ পরিস্থিতি নিয়ে চুপ তৃণমূল
কাকদ্বীপে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নিয়ে বিক্ষোভের জেরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন যে, “মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। তাই দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। বাংলার মানুষ জেগে উঠেছেন, এই জনগণই মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সরকারকে অপশাসনের হাত থেকে মুক্তি পেতে আর ক’দিন পর বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবে। অর্থাৎ খুব শীঘ্রই এই অপশাসন বন্ধ হতে চলেছে।” কিন্তু এই মন্তব্যের ভিত্তিতে বা এই বিক্ষোভ পরিস্থিতি নিয়ে পাল্টা কোনও প্রতিক্রিয়া দেখায়নি শাসকদল তৃণমূল।












