প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগেই দলের নেতা এবং মন্ত্রীদের কার্যকারিতা নিয়ে উঠে আসছে একাধিক প্রশ্ন। এমনকি দফতরের দায়িত্ব নিতেও উঠছে একাধিক প্রশ্ন। তাই এবার সব নেতা এবং মন্ত্রীদের কড়া শিক্ষা দিতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে শাসকদল। সম্প্রতি সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে অনুপস্থিত বিধায়কদের এবার এক হাতে নিতে চলেছে তৃণমূল পরিষদীয় দল। আর সেই অনুপস্থিত বিধায়কদের নামের তালিকায় উঠে এল মনোজ তিওয়ারির নাম।
দলের তরফে হুইপ জারি
প্রাক্তন ক্রিকেটার তথা হাওড়ার শিবপুরের বিধায়ক এবং রাজ্যের অন্যতম প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwari) শেষ কবে বিধানসভায় এসেছিলেন অনেকের কাছেই তা অজানা। এদিকে তিনি রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পালন করছেন। শোনা গিয়েছে খুব একটা যান ও না সেই ঝাঁ-চকচকে দফতরে। শুধু তাই নয়, রাজ্যে সদ্য সমাপ্ত অর্থ বাজেট অধিবেশন এবং গত শীতকালীন অধিবেশনেও নাকি বিধানসভায় দেখা যায়নি মনোজ তিওয়ারিকে। আর এই তথ্য এতদিন নাকি ছিল না তৃণমূল এর কাছে। কয়েকদিন আগে দলের তরফে হুইপ জারি করার সময় উঠে আসে সেই তথ্য।
বিধায়ককে তলবের প্রস্তুতি কমিটির
গত ১৯ এবং ২০ মার্চ শাসকদল তৃণমূল হুইপ জারি করেছে। সেখানে বিধানসভার অধিবেশনে সামিল হননি এমন বিধায়কদের নাম তোলা হচ্ছিল। সেই সময় দেখা যায় একাধিক দলীয় বিধায়ক উপস্থিত হয়নি। আর তাতেই এবার ক্ষুব্ধ দলের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ তারিখ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিবেশনে যোগদানের কারণে বেশির ভাগ বিধায়কই অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন। তবে সে দিন জনা দশেক বিধায়ক গরহাজির ছিলেন বলেই তৃণমূল পরিষদীয় দল সূত্রের খবর। আর অধিবেশনের শেষ দিন সেই অনুপস্থিতির সংখ্যা বেড়ে ৩০-এর উপর গিয়েছিল। আর তাই এবার সেই তালিকা অনুযায়ী এ বার অনুপস্থিত মন্ত্রী-বিধায়কদের ডাকা শুরু করবে শৃঙ্খলারক্ষা কমিটি।
আরও পড়ুনঃ জিততে পারেন কোটি টাকা! এপ্রিলের প্রথম সপ্তাহে লটারি ভাগ্য ৭ রাশির
ইদের কারণে বৈঠকে বিলম্ব
বিধানসভায় শাসকদলের মুখ্যসচেতক নির্মল ঘোষ এবং শোভনদেব চট্টোপাধ্যায় ছাড়াও শৃঙ্খলারক্ষা কমিটিতে রয়েছেন আরও তিন মন্ত্রী। আর তাঁরা হলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এ কদিন ইদের উৎসবের কারণে কমিটির বৈঠক নির্ধারণ করা হয়নি। তবে এবার কেটেছে ইদের উৎসব। তাই আজ অর্থাৎ মঙ্গলবার শোভনদেব ভট্টাচার্য জানান, “ইদ উৎসবের ব্যস্ততা ছিল। কিন্তু সোমবার ইদ হয়ে গিয়েছে। কমিটির সদস্যদের সেই সংক্রান্ত ব্যস্ততাও এখন আর নেই। তাই বাকি সদস্যদের সঙ্গে কথা বলে বৈঠকের দিন স্থির করা হবে খুব শীঘ্রই। আর তখনই সিদ্ধান্ত নেওয়া হবে, গরহাজির বিধায়কদের কবে দলের শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজির হতে নির্দেশ দেওয়া হবে।
তবে শৃঙ্খলারক্ষা কমিটির সামনে মনোজ তিওয়ারিকে ডেকে পাঠানো হলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকারী একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে। তার কারণ, মনোজ মুখ্যমন্ত্রীর অধীনে ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী। তাই মন্ত্রী হিসেবে ব্যবস্থা নেওয়ার অধিকারী মমতার। ২০১৬ সালে হাওড়া উত্তর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী হয়েছিলেন, সেই সময় তিনি দায়িত্ব ভালোভাবেই পালন করেছিলেন। কিন্তু একুশের নির্বাচনে সেই দায়িত্ব চলে যায় মনোজ তিওয়ারির উপর। কিন্তু দায়িত্রতিনি ঠিকভাবে পালন করতে পারছেন না। এই ব্যাপারে মনোজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও উত্তর দেননি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |