বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের তৃণমূল কংগ্রেসের দুর্নীতি প্রকাশ্যে! তৃণমূল বিধায়কের টাকা নেওয়ার দৃশ্য এবার ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (TMC MLA Video Leaked)। পোস্ট করেছে বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিট। গেরুয়া শিবিরের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, গোলসির তৃণমূল বিধায়ক নেপাল ঘোড়ুই এক তৃণমূল নেতার কাছ থেকে টাকা নিয়ে পকেটের ভরছেন। এমন দৃশ্য সমাজ মাধ্যমে রেখেই বিজেপির দাবি, টাকা নিয়ে তার লেনদেন খাতায় লিখে রাখছেন শাসক দলের নেতাকর্মীরা। যদিও বিধায়কের দাবি, ভিডিওটি বহু পুরনো। মূলত ভোটের খরচের জন্য ওই টাকা দেওয়া হয়েছিল।
ভিডিওটিতে তৃণমূল বিধায়কের টাকা নেওয়ার দৃশ্য স্পষ্ট
বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিটের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওটিতে খুব পরিষ্কার দেখা যাচ্ছে, হাফ হাতার সাদা জামা এবং কালো প্যান্ট পরে নিজের চেয়ারে বসে রয়েছেন বিধায়ক। এদিকে পূর্ব বর্ধমানের গোলসি এক নম্বর পঞ্চায়েতের সহ-সভাপতি অনুপ চ্যাটার্জি বিধায়কের পাশেই বসে। তাঁদের দুজনের সামনে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পার্থ মন্ডল। তিনজনের মধ্যে চলছে টাকার লেনদেন।
ভিডিওটি দেখায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পার্থ হঠাৎ নোটের বান্ডিল থেকে দুটি মোটা বান্ডিল বিধায়কের টেবিলে রাখলেন। পরবর্তীতে বিধায়কও সেটি পকেটে ঢুকিয়ে নিলেন। যেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছে বিজেপি। গেরুয়া শিবিরের নেতা রমন শর্মাও এই ভিডিও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘যখন ছবি কথা বলে, তখন আর কোনও কিছুর দরকার থাকে না। মাননীয়ার (মমতা বন্দ্যোপাধ্যায়) অনুপ্রেরণা মাননীয়ার সম্পূর্ণ আশীর্বাদ রয়েছে গোলসি বিধানসভার বিধায়ক এবং অন্যান্য তৃণমূল নেতাদের উপর। পশ্চিমবঙ্গে আইনের শাসন নাকি শাসনের আইন?’
TMC’s corruption is out in the open again!
Watch the video — in Golsi I Panchayat Samiti, East Burdwan, Assistant-President Anup Chatterjee is seen placing bundles of cash on the table. The Agriculture Officer of the Panchayat Samiti, Partha Mondal, is then seen counting and… pic.twitter.com/SvHse9ZipE
— BJP West Bengal (@BJP4Bengal) October 19, 2025
তৃণমূল বিধায়কের বক্তব্য
বিজেপির তরফে টাকা নেওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়ার পরই ওই দৃশ্যের কারণ ব্যাখ্যা করেছেন পূর্ব মেদিনীপুরের গোলসির তৃণমূল বিধায়ক। নেপালের দাবি, ‘ওই ভিডিওটি অনেক পুরনো একটি ভিডিও। দৃশ্যটিতে যে টাকা দেওয়া নেওয়া হচ্ছে তা মূলত 2024 সালের লোকসভা নির্বাচনে খরচ বাবদ দেওয়া হয়েছিল। ওই টাকা মূলত বাস আনা, প্যান্ডেল, এবং মাইকের। কর্মী সমর্থকদের বাসে করে নিয়ে যাওয়া নিয়ে আসা থেকে শুরু করে কে কোন খাতে খরচ করবে সেটার হিসেবে হচ্ছিল। আমাদের বেশিরভাগ পেমেন্ট চেকের মাধ্যমেই হয়। মেরে কেটে দুক্ষ টাকার হিসেব-নিকেশের ব্যাপার। ভোটের বিভিন্ন খরচ নিয়েই আলোচনা হচ্ছিল।’
অবশ্যই পড়ুন: শুরুতেই বেতন ৫৬,১০০! উচ্চ মাধ্যমিক পাসে ভারতীয় সেনায় অফিসার পোস্টে নিয়োগ
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে মুখ খুলেছেন পূর্ব বর্ধমানের গোলসির বেশ কয়েকজন তৃণমূল নেতাও। তাঁদের একটা বড় অংশের দাবি, ‘ওই টাকা মূলত লোকসভা নির্বাচনের আগে বাস বুকিং থেকে শুরু করে অন্যান্য খাতে খরচের জন্য এসেছিল। সেসব নিয়েই হিসাব-নিকেশ হচ্ছিল। এতে আলাদা করে আলোচনার কিছু নেই।’ যদিও শাসক শিবিরের এমন দাবি মানতে নারাজ বিজেপি। তাঁদের বক্তব্য, এখন দোষ ঢাকার জন্য ভুলভাল যুক্তি খাড়া করছে তৃণমূল!