বিলেতে গাঁটছড়া বাঁধলেন মহুয়া মৈত্র! পুরীর প্রাক্তন সাংসদের সঙ্গে শুরু নতুন অধ্যায়

Published on:

Mohua Moitra

প্রীতি পোদ্দার, কলকাতা: দিলীপ ঘোষের পর এবার ফের রাজনৈতিক দরবারে বেজে উঠল সানাই। চার হাত এক করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)। পাত্র বিজু জনতা দলের সাংসদ পিনাকী মিশ্র। চলতি সপ্তাহেই জার্মানির বার্লিনে পুরীর প্রাক্তন সাংসদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই দলমত নির্বিশেষে সকলে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রকাশ্যে এল বিয়ের ছবি

আগামী ১৯ জুন কালীগঞ্জে উপনির্বাচন হতে চলেছে। তাই শেষমুহূর্তে তোড়জোড় চলছে চরম গতিতে। কিন্তু নিজের এলাকায় ভোট হলেও পাত্তা নেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। কিছুদিন আগেই মহুয়ার অনুগামীরা জানিয়েছিলেন, মহুয়া বিদেশে আছেন ব্যক্তিগত কাজে। কিন্তু কী শ্রী কাজ সেই সময় জানা যায়নি। অবশেষে সেই জল্পনায় কাটল। আজ অর্থাৎ বৃহস্পতিবার মহুয়া এবং পিনাকী মিশ্রর বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই পাওয়া গেল আসল উত্তর। বিয়ের দিন একেবারে ছিমছাম সাজে সেজেছিলেন বছর ৫১-র মহুয়া। অপরূপ দেখাচ্ছিল তাঁকে।

বার্লিনে সারলেন বিয়ে!

প্রকাশ্যে আসা ছবিতে দেখা গিয়েছে বিয়ের দিন মহুয়া মৈত্র পিচ রঙের শাড়ির সঙ্গে মানানসই হালকা গয়না পড়েছেন। কানে দুল, মাথায় টিকলি। আর মুখে চওড়া হাসি। রং মিলিয়ে আবার পাত্র পিনাকী মিশ্র দারুণ চমক দিয়েছেন। পরনে সাদা কুর্তা, সোনালি জ্যাকেট পড়ে নজর কেড়েছিলেন ৬৫ র পিনাকী। গত কয়েক বছর ধরেই নাকি দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব ছিল। এবং তাঁদের ঘনিষ্ঠরা জানত যে এই ভালবাসার সম্পর্ক একদিন বিয়েতে ঠিক পরিণত পাবে। তাইতো সবার থেকে আড়ালে একান্তে বিয়ে করার ইচ্ছা থেকেই তাঁরা বেছে নিয়েছেন বার্লিনকে।

আরও পড়ুন: শুধু মেট্রো নয়, এবার দক্ষিণেশ্বর স্টেশন চত্বরেও একাধিক বদল! যাত্রীসুবিধার্থে বড় সিদ্ধান্ত রেলের

জানা গিয়েছে, পিনাকী মিশ্র এবং মহুয়া মৈত্রের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। এর আগে মহুয়া দীর্ঘ দিন মার্কিন অর্থলগ্নি সংস্থা ‘জেপি মর্গ্যান অ্যান্ড চেস’-এ কর্মরত ছিলেন। সেই সময় ডেনিশ ফিনান্সার লার্স ব্রর্সনের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল মহুয়া মৈত্রের। বিয়েও হয়েছিল পরে তাতে ছেদ পড়ে। অন্য দিকে, পিনাকী প্রথম বিবাহ করেন ওড়িশারই সঙ্গীতা মিশ্রকে। তাঁদের এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে। বেশ কয়েক বছর হল পিনাকী এবং সঙ্গীতার বিবাহবিচ্ছেদ হয়েছে। তবে এবার পিনাকীর সঙ্গে মহুয়ার বন্ধুত্ব এক অন্য রূপ নিল। অবশেষে রাজনীতি নিয়ে শত ব্যস্ততার মাঝেই গাঁটছড়া বাঁধলেন দুইজন।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

সঙ্গে থাকুন ➥