প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন বছর পড়তে হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। আর তার উপর সামনে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। আগামী বছর ৫-৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই সম্মেলন। তাই শেষ মুহূর্তে চলছে জোর কদমে প্রস্তুতি। কিন্তু এই আবহে রাজ্যের বিরোধী দলগুলি একের পর এক নেতিবাচক মন্তব্য করে চলেছে। বাংলায় শিল্প বলে কিছু নেই। এখানে কেউ শিল্প করতে আসে না। নতুন শিল্প বাংলায় নেই বললেই চলে। এই অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।
দলের নয়া স্লোগান শাসকদল তৃণমূলের
এদিকে কিছুদিন আগে রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য রাজ্যসভায় প্রশ্ন তোলেন, গত পাঁচ বছরে কতগুলি সংস্থা বাংলা ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে? যার প্রেক্ষিতে উঠে আসে বিস্ফোরক তথ্য। গত মঙ্গলবার কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত বাংলা ছেড়ে একাধিক সংস্থা ভিন রাজ্যে চলে গিয়েছে। যা নিয়ে বেশ চাপে পড়েছে রাজ্য সরকার। তার উপর ১৫ মাস পর অর্থাৎ ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তাই নিজেদের অবস্থান সঠিক রাখতে এবার নয়া পদক্ষেপ নিল শাসকদল তৃণমূল। তৈরি হল দলের নয়া স্লোগান।
সংসদের ভিতরে এবং বাইরে দলের নতুন স্লোগানের সুর চড়ল
জানা গিয়েছে, আজ অর্থাৎ শনিবার থেকে সংসদের ভিতরে এবং বাইরে সুর চড়াতে শুরু করল শাসকদল তৃণমূল কংগ্রেস। আর তার জন্য তৈরি করা হয়েছে নয়া স্লোগান— ‘বাংলা মানেই ব্যবসা’। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, ‘বিজেপি যত বেশি এমন অপবাদ দেবে, তত বেশি করে বাংলার মানুষ ওদের শাস্তি দেবেন।’ যদিও সংসদের ভিতরে শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলিতে সুযোগ মতো বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাফল্য তুলে ধরার কৌশল নিয়েছে তৃণমূল। পাশাপাশি, কেন্দ্র কী ভাবে রাজ্যকে আর্থিক ভাবে বঞ্চনা করছে, তা নিয়েও সরব হয়েছে তৃণমূল সাংসদেরা।
রাজ্যের কর্মসংস্থান প্রসঙ্গে রাজ্যসভার জিরো আওয়ারে সাকেত গোখলে বলেন, “বাংলার তথ্য ও প্রযুক্তি কেন্দ্রগুলিতে ২.৬ লক্ষ ব্যক্তির চাকরি হয়েছে। বাংলা মানেই ব্যবসা, কারণ ১.৪৫ লক্ষ ব্যবসারত সংস্থা আমাদের রাজ্যে রয়েছে।”