প্রীতি পোদ্দার, পাঁশকুড়া: রাজ্যে শাসকদলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেই আসছে। কখনো রেশন চুরির অভিযোগ তো আবার কখনও চাকরি চুরির অভিযোগ। যা নিয়ে বেশ চিন্তায় পড়েছে প্রশাসন। আর এই আবহেই এবার ত্রাণ চুরির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। উল্লেখযোগ্য বিষয় হল সেই অভিযোগ খোদ তুলল স্থানীয় তৃণমূল কর্মীরা।
ফের ত্রাণ চুরির অভিযোগ শাসকদলের বিরুদ্ধে!
আসলে নিম্নচাপের জেরে মুষলধারা বৃষ্টিতে প্লাবিত হয়ে পড়েছিল পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়েছিল সেখানকার বহু মানুষ ঘরছাড়া হয়ে পড়েছিল। এই অবস্থায় বন্যা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বন্যা পরিস্থিতি দেখার পর ৩ ট্রাক ত্রাণ বণ্টনের নির্দেশ দেন তিনি। আর সেই অনুযায়ী কয়েকদিনের মধ্যে সেখানে পৌঁছে যায় গাড়ি ভর্তি ত্রাণ। এবং সেগুলি রাখা হয় মঙ্গলদ্বারি জুনিয়র হাই স্কুলে। কিন্তু অভিযোগ উঠছে গত কয়েকদিন ধরে সুযোগ বুঝে স্কুলের তালা খুলে সেই ত্রাণ রাতারাতি পাচার করে দিচ্ছে শাসক দলেরই কিছু নেতা। আর এই অপরাধমূলক কাজে সায়ে দিচ্ছে সেখানকার বিডিও অফিসার।
ক্ষিপ্ত গোটা এলাকা
আর এই ঘটনায় এলাকার সাধারণ মানুষসহ দলীয় কর্মীরা বেশ ক্ষিপ্ত হয়ে উঠেছে। সকলের জন্য আনা ত্রাণ এইভাবে মোটা টাকায় পাচার করে দেওয়ার অভিযোগে রনমূর্তি ধারণ করেছে সেখানকার বাসিন্দারা। এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা শেখ মুজিবুর রহমান বলেন, রাতের অন্ধকারে স্কুলের তালা খুলে কয়েকজন ব্যক্তি ত্রাণ পাচার করছে। এর পিছনে বিডিওর মদত রয়েছে। আমরা বিডিওর পদত্যাগ দাবি করছি।
আরও পড়ুনঃ ১৪০ কিমি বেগ, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টি
অন্যদিকে সেখানকার এক তৃণমূল কর্মী বলেন, এতদিনে এই ত্রাণ সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু তৃণমূলের কিছু অসাধু লোক সেই ত্রাণ স্কুল থেকে নিয়ে এসে অন্য জায়গায় লুকিয়ে রাখছে আর পাচার করছে। এই ঘটনার প্রসঙ্গে ব্লক তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান গোটা ঘটনার তদন্ত করা হবে। এর আগে ঘূর্ণিঝড় আমফানের সময় ত্রাণ চুরির অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |