সৌভিক মুখার্জী, কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে প্রকাশিত হল অযোগ্যদের তালিকা (SSC Tainted List)। শনিবার রাত ৮টা নাগাদ প্রকাশিত এই দাগি প্রার্থীদের তালিকায় উঠে এসেছে একাধিক তৃণমূল নেতার নাম। এর মধ্যে বিশেষভাবে আলোচনায় আসছে রাজপুর-সোনারপুর পৌরসভার কাউন্সিলর কুহেলি ঘোষ।
কী দেখা যাচ্ছে তালিকায়?
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি ১৮০৪ জন অযোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে গতকাল। যদিও আদালতে এসএসসি জানিয়েছিল যে, সিবিআই মোট ১৯০০ জন দাগি প্রার্থীর তথ্য দিয়েছে। ফলে বাকি নামগুলি ধামাচাপা পড়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে।
রিপোর্ট অনুযায়ী, ওই তালিকার ৬৪৭ নম্বরের রয়েছে কুহেলি ঘোষের নাম। উল্লেখ্য, এর আগে ২০২২ সালের তালিকাতেও তাঁর নাম উঠেছিল বলে রিপোর্ট মারফৎ খবর। এদিকে গত কয়েকদিন ধরেই তিনি স্কুলে আসছেন না, এরকমও তথ্যও মিলছে।
নিজেকে নির্দোষ দাবি করে কুহেলি সংবাদমাধ্যমকে বলেছেন, তালিকায় আমার নাম রয়েছে ঠিকই। তবে কেন আছে, সেটা আমি নিজেও জানি না। আমার বিরুদ্ধে কী অভিযোগ আছে, তা প্রমাণ করতে হবে। আমি যোগ্যতা দিয়েই চাকরি পেয়েছি। সোমবার আমি হাইকোর্টে কেস ফাইল করেছি। আশা করছি বিচারে আসল তথ্য প্রকাশ্যে আসবে।
তালিকায় আরো কারা?
উল্লেখ্য, এসএসসি’র প্রকাশিত তালিকায় ৩৯ নম্বরে পশ্চিম মেদিনীপুরের শিক্ষক তথা পিংলা ব্লকের তৃণমূল নেতা অজয় মাঝির নাম রয়েছে। যদিও ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। পাশাপাশি ৯১৫ নম্বরে রয়েছে নমিতা আদকের নাম, যিনি আরামবাগের তৃণমূল পরিচালিত খানাকুল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হকের স্ত্রী। এ বিষয়ে নইমুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
আরও পড়ুনঃ ১৯ নম্বর জাতীয় সড়কে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুরে
তবে এসএসসি’র প্রকাশিত তালিকা দেখে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছেন না। শাসকদলের প্রভাবশালী নেতারা কীভাবে নিজেদের নাম এই তালিকায় তুলেছিল, সে নিয়ে উঠছে প্রশ্ন। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন, এই দুর্নীতির শিকড় ঠিক কোথায়, তা তালিকা দেখেই বোঝা যাচ্ছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |