সৌভিক মুখার্জী, কলকাতা: দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়ের রাজনীতিতে পা রেখেছেন। তাঁর রাজনৈতিক দল তামিলগা ভেত্রি কাজগম। গতকাল শনিবার বিজয়ের একটি রাজনৈতিক শোভাযাত্রা ছিল। টিভিকে’র সেই শোভাযাত্রা ভয়াবহ আকার ধারণ করে। গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যাবেলা তামিলনাড়ুর কারুর জেলায় বিজয়ের প্রচার সভায় (Vijay Rally) পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অন্তত 39 জনের। এমনকি আরও 40জন আহত। নিহতদের মধ্যে 17 জন মহিলা, 9 জন পুরুষ এবং 6 জন শিশু রয়েছে।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
গতকাল বিজয়ের টিভিকে দলের প্রচার অভিযান ছিল। আর সেখানে লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন। পুলিশ অনুমান করেছিল প্রায় 30 হাজার লোক আসতে পারে। তবে বাস্তবে 60 হাজারের বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন। বিজয় যখন বক্তৃতা দিচ্ছিলেন, তখন হঠাৎ করেই ব্যারিকেডের দিকে ভিড় উপচে পড়ে। অভিনেতাকে এক ঝলক দেখার জন্যই এই ভিড় তৈরি হয়েছিল বলে জানাচ্ছে পুলিশ। আর সেই ভিড়ের চাপেই অনেকে পদদলিত হয়ে লুটিয়ে পড়েন মাটিতে। শ্বাসরুদ্ধ হয়ে বহু মানুষ অজ্ঞান হয়ে পড়েন, এমনকি কেউ উঠেও দাঁড়াতে পারেননি।
30+ died in stampede during Joseph Vijay’s political rally in Tamil Nadu.
And this shameless continued his speech even after the ambulance arrived. pic.twitter.com/HHFMEBYA6N
— BALA (@erbmjha) September 27, 2025
তবে হঠাৎ এই ভিড়ের চিৎকারে পরিস্থিতির ভয়াবহতা টের পেয়েছিলেন বিজয়। তৎক্ষণাৎ তিনি বক্তৃতা বন্ধ করে দেন আর প্রচার বাসের ছাদ থেকেই নীচের জনতাদের উদ্দেশ্যে বার বার শান্ত থাকারও আবেদন জানান। এমনকি তিনি নিজেই হাত দিয়ে জল ভর্তি বোতল ছুড়ে মারেন ভিড়ের দিকে, যাতে অসুস্থদের কিছুটা হলেও স্বস্তি মেলে। তবে ততক্ষণে দম বন্ধ হয়ে ভিড়ের কবলে প্রাণ হারিয়েছে অনেকে।
আরও পড়ুনঃ নিমেষের মধ্যেই গুঁড়িয়ে যাবে শত্রুপক্ষের হামলা, তৈরি হচ্ছে ভারতের অন্তশস্ত্র! কী এর বিশেষত্ব?
উদ্ধারকার্যে বিপত্তি
এমনিতেই ওই ভিড়ের মধ্যে দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছতে পারেম। এমনকি ঘন ভিড়ের মধ্যেই ঢুকতে কার্যত হিমশিম খেতে হয় উদ্ধারকারী দলকে। ফলে আহতদের দ্রুত হাসপাতালেও নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঘটনার পর থেকেই গোটা তামিলনাড়ু শোকস্তব্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এমনকি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সহ একাধিক নেতা শোকবার্তা জানিয়েছেন আর নিহতদের পরিবারকেও সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের কাছে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে।