কেষ্ট গেল অস্তাচলে! বীরভূমে অনুব্রতর পদটাই তুলে দিলেন মমতা

Published on:

Trinamool removes Anubrata Mondal Birbhum district president post

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর রইল না বীরভূমের (Birbhum) দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডলের জেলা সভাপতি পদ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলার সভাপতি পদই তুলে নিল শাসকদল। যার জেরে আর তৃণমূলের জেলা সভাপতি রইলেন না কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর কমিটির হাতে দায়িত্ব

বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, বীরভূমের জেলা সভাপতি পদ তুলে নিয়ে অঞ্চলটির দেখভালের জন্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কোর কমিটির ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, 9 সদস্যের সেই কমিটিতে থাকছেন অনুব্রত মণ্ডলও।

তবে দুঃখের বিষয়, জেলা সভাপতি পদে থেকে একচ্ছত্র দায়িত্ব আর পাচ্ছেন না তিনি, বদলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি 9 সদস্যের একজন হয়েই দলীয় সংগঠন চালাতে হবে তাঁকে। বলা বাহুল্য, বীরভূম জেলায় দলের চেয়ারপার্সন পদটি বর্তমানে ধরে রেখেছেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আড়ালে চলে যাচ্ছেন অনুব্রত?

সাম্প্রতিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর কমিটিকে একপ্রকার অপ্রাসঙ্গিক করে অপারেশন বোলপুর চালাচ্ছিলেন অনুব্রত, এমনটাই মনে করছেন বিরোধী মহলের একাংশ। বলা হয়, গত দেড় মাস তৃণমূলের কোর কমিটির কোনও বৈঠক বীরভূমে হয়নি, এদিকে পারিষদদের নিয়ে ব্লকে ব্লকে প্রচার চালাচ্ছিলেন অনুব্রত।

মূলত 2026 বিধানসভা নির্বাচনের আগে ভোটের অন্যতম প্রধান মুখ হয়ে উঠতে চাইছিলেন কেষ্ট। যদিও সেই কর্মসূচি থেকে নিজেকে দীর্ঘদিন দূরে সরিয়ে রেখেছিলেন কোর কমিটির অন্যতম সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।

আর এমন আবহের মাঝেই আচমকা শাসক দলের নির্দেশে কার্যত উবে গেল অনুব্রত মণ্ডলের জেলা সভাপতির পদটি। বদলে দলনেত্রী মমতার ঠিক করে দেওয়া 9 সদস্যের কর্মীরাই জেলার দলীয় সংগঠন চালাবেন। বীরভূম নিয়ে তৃণমূলের এমন অবস্থানের পরই, অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি ধীরে ধীরে ব্যাক ফুটে চলে যাচ্ছেন অনুব্রত মণ্ডল?

অবশ্যই পড়ুন: ভয়ের খবর! ফের পুরনো ফর্মে করোনা ভাইরাস! লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

কেউ আবার বলছেন, গরু পাচার মামলায় নাম জড়ানোর পর থেকেই দলের গুরুত্বের তালিকায় ধীরে ধীরে তলিয়ে গিয়েছেন কেষ্ট দা! সব মিলিয়ে, বীরভূমের একসময়ের শাসক কেষ্টর গদি কেড়ে নেওয়ায়, রাজ্য রাজনীতিতে যে নতুন ঝড় উঠবে একথা বলাই যায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group